অতীতকে ভুলে যাও।
অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক বোকাই মরেছে। আগামীকালের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকেও অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। আজই তো ভবিষ্যৎ-কাল বলে কিছু নেই। মানুষের মুক্তির দিন তো আজই। ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায় ও স্নায়ুবিক দুর্বলতায়। অতএব অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও, আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে।
সারাংশ:
বর্তমানই জীবনের শ্রেষ্ঠ সময়। অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করার মতাে বােকামি আর হয় না। বর্তমানের কর্ম দিয়েই মানবজীবনের মুক্তি আসে। তাই অতীত আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা না করে বর্তমান। সময়কে কাজে খাটিয়ে জীবনকে সার্থক করে তুলতে হবে।
What’s your Reaction?
+1
19
+1
4
+1
2
+1
4
+1
1
+1
1
That’s really good.