দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত লেখ।

Table of Contents

দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখান্ত লেখ।

অথবা, দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি আবেদনপত্র লেখ।

অথবা, মনে কর তােমার নাম নােমান, তুমি চট্টগ্রাম মুসলিম হাইস্কুলের ছাত্র। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।

অথবা, দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন জানিয়ে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

অথবা, ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি পত্র রচনা কর।

অথবা, দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত লেখ।


১০. ০২. ২০২১
প্রধান শিক্ষক,
যশাের জিলা স্কুল, যশাের

বিষয় : বিদ্যালয়ের দরিদ্র তহবিল হতে সাহায্যের আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী। বিগত তিন বছর যাবৎ আমি আপনার বিদ্যালয়ে যথারীতি অধ্যয়ন করে আসছি। পরীক্ষায় সব সময়ই আমার ফলাফল ভালাে। প্রত্যেক বছরই আমি প্রথম হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার পিতা একজন নিম্ন বেতনভােগী বেসরকারি কর্মচারী। পরিবারের ভরণপােষণ ছাড়াও আমাদের তিন ভাইয়ের লেখাপড়ার খরচ তাঁকেই অতি কষ্টে চালাতে হচ্ছে। গত বার্ষিক পরীক্ষায়ও আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু বই-পুস্তক ক্রয় করা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে।

অতএব, হুজুরের নিকট আমার আকুল প্রার্থনা এই যে, নতুন শিক্ষা বছরের বই পুস্তক ও খাতাপত্র কেনার জন্য আমাকে বিদ্যালয়ের দরিদ্র তহবিল হতে ২০০০ (দুই হাজার) টাকা দান করতে আপনার আজ্ঞা হয়।

বিনীত-
আপনার অনুগত ছাত্র
সাকিব আহসান
নবম শ্রেণি; রােল নম্বর-১

আরও কয়েকটি গুরুত্বপুর্ণ আবেদন পত্র যে গুলো প্রায়ই পরিক্ষায় কমন পড়েঃ

Leave a Reply

Scroll to Top

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/proshna1/public_html/wp-includes/functions.php on line 5471