অনুচ্ছেদ লিখন
রক্তদান
রক্ত হলাে শরীরের পরিবহন মাধ্যম যা শরীরের বৃদ্ধি ও ক্ষয়পূরঞ্চের জন্য প্রয়ােজনীয় খাদ্য ও অক্সিজেন প্রদান করে। যেসব রােগী রক্তশূন্যতা, ব্লাড ক্যানসার, থ্যালাসেমিয়া ইত্যাদি রােগে ভােগে তাদের নিয়মিত রক্ত সঞ্চালিত করা দরকার। দুর্ঘটনা বা পােড়া রােগীদেরও জরুরি ভিত্তিতে রক্ত প্রয়ােজন। ব্লাড ব্যাংক প্রয়ােজনে দ্রুত প্রদানের জন্য রক্ত সংরক্ষণ সুবিধা বজায় রাখে। এসব ব্লাডব্যাংকে রক্ত মজুদ রাখার জন্য মানুষের স্বেচ্ছায় রক্ত দান করা উচিত।
হাসপাতাল এবং সামাজিক সংস্থা প্রায়ই রক্তদান কর্মসূচির আয়ােজন করে, যেখানে সুস্থ লােকেরা রক্ত দান করে। রক্ত সংগ্রহের আগে রক্তদাতার রক্তের গ্রুপ এবং সঞ্চালনের জন্য উপযুক্ততা নির্ধারণ করা হয়। রক্তদানকারীর নিরাপত্তার জন্য এবং তার মঙ্গলের জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়। অনেকে ভয় পায় যে রক্তদান তাদের ক্ষতি করবে। কিন্তু এ ভয়ের কোন ভিত্তি নেই। কারণ রক্তদানকারী যতটুকু রক্ত দান করে তা স্বাভাবিক খাবারে সহজেই পুষিয়ে যায়। সকল বর্ণ, গােত্র এবং ধর্মের সুস্থ লােককে জীবন রক্ষাকারী রক্ত দানে এগিয়ে আসা উচিত এবং তাদের স্বজাতিকে সাহায্য করা উচিত।