অনেকের ধারণা এই যে, মহৎ ব্যক্তি শুধু উচ্চবংশেই জন্মগ্রহণ করে থাকেন

অনেকের ধারণা এই যে, মহৎ ব্যক্তি শুধু উচ্চবংশেই জন্মগ্রহণ করে থাকেন


অনেকের ধারণা এই যে, মহৎ ব্যক্তি শুধু উচ্চবংশেই জন্মগ্রহণ করে থাকেন; নীচকুলে মহত্ত্বের জন্ম হয় না। কিন্তু প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে, মানুষের এ ধারণা ভ্রমাত্মক। পদ্ম ফুলের রাজা; রুপে ও গন্ধে সে অতুলনীয়। কিন্তু এর জন্ম হয় পানের অযোগ্য পানিভরা এঁদো পুকুরে। পক্ষান্তরে বটবৃক্ষ বৃক্ষকুলের মধ্যে বিশেষ মর্যাদাসম্পন্ন বটে। অথচ বহু বৃক্ষের ফল আমরা আস্বাদন করি। কিন্তু এত খ্যাতনামা যে বটবৃক্ষ তাহার ফল আমাদের অখাদ্য।

সারাংশ:

উচ্চবংশে জন্মগ্রহণ করলেই মহত্ত্বের দাবিদার হওয়া যায় না। প্রকাণ্ড এবং বৃক্ষসমাজে মর্যাদাসম্পন্ন বটগাছের ফল অখাদ্য। আর নীচকুলে জন্মগ্রহণ করেও সম্মানিত হওয়া যায় কর্মগুণে। কেননা অপেয় জলের মধ্যেই জন্মে সর্বজনপ্রিয় পদ্মফুল।

❤️ 4
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top