সারাংশঃ অভ্যাস ভয়ানক জিনিস

বাংলা দ্বিতীয় পত্র

অভ্যাস ভয়ানক জিনিস


সারাংশ:

মানুষ এমনভাবে অভ্যাস দ্বারা বশীভূত সে সহজে তার অভ্যাসগুলো ত্যাগ করতে পারে না। তবে প্রকৃত মানুষ হওয়ার জন্য খারাপ অভ্যাসগুলো অবশ্যই বর্জন করতে হবে। হঠাৎ করেই মানুষ তার খারাপ অভ্যাস ত্যাগ করতে গেলে সব পন্ড হয়ে যায়। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমেই বদ অভ্যাস পরিবর্তন করে একজন ভালো মানুষ হয়ে ওঠা সম্ভব।

❤️ 0
👎 0
😢 0
😡 0

1 thought on “সারাংশঃ অভ্যাস ভয়ানক জিনিস”

Leave a Reply

Scroll to Top