অর্থই অনর্থের মূল – ভাবসম্প্রসারণ [PDF]

অর্থই অনর্থের মূল

ভাব-সম্প্রসারণ: জীবনে চলতে হলে অর্থের প্রয়ােজন। আবার অতিরিক্ত অর্থের কোপানলে পড়েও মানুষ ধ্বংস হয়। কথায় বলে দুনিয়াটা টাকার বশ। এ পৃথিবীতে অর্থ বা ঐশ্বর্য মানুষের একান্ত কামনা। অর্থের জন্য মানুষ জীবনসংগ্রামে লিপ্ত হয়।

এ পৃথিবীতে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়ােজন অনস্বীকার্য। জীবনের প্রতিক্ষেত্রে অর্থের চাহিদা অপূরণীয়। মানুষ প্রতিনিয়ত জীবন সংগ্রামে সম্পদের মােহে লিপ্ত। মানুষ তার কাঙ্ক্ষিত অর্থ অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। বর্তমানে পৃথিবীতে একমাত্র অর্থের মাপকাঠি দ্বারাই প্রতিপত্তি ও সম্মান নির্ণীত হয়। বিপদে-আপদে, উৎসবে, জন্ম-মৃত্যুতে জীবনের প্রতিটি ক্ষেত্রেই অর্থের প্রয়ােজন। তাই মীর মশাররফ হােসেন দুঃখ করে বলেছেন, “ জন্মমাত্র টাকা, জীবনে টাকা, জীবনান্তে টাকা, জগতে টাকারই খেলা।”

পার্থিব জীবনে অর্থের অধিক প্রয়ােজন হলেও পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অসুন্দর ও অঘটনের মূল উৎসও হলাে অর্থ। অর্থকে কেন্দ্র করেই চলেছে মানুষের মধ্যে দুর্নীতির প্রতিযােগিতা। মানুষের জীবনে অর্থের প্রয়ােজন কখনােই অস্বীকার করা যায় না। কিন্তু অর্থ অনেক সমস্যার সৃষ্টি করে; অনেক অনর্থ ঘটায়। অর্থের ক্ষতিকর প্রভাব আছে বলে এর প্রাচুর্য অথবা দুর্লভ্যতা জটিলতার দিকে ঠেলে দেয়। অর্থের মােহ মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায়।

মানুষ জীবনধারণের জন্য অর্থ উপার্জন করে, এর জন্য মানুষকে যথেষ্ট শ্রম দিতে হয়। মানুষের জীবনের প্রয়ােজন মেটানাের জন্য অর্থ বিভিন্ন কাজে লাগে। তাই অর্থ ছাড়া জীবন চালানাে কঠিন। মানুষের লােভ বলে যে প্রবল শত্রু রয়েছে, তা মানুষকে অর্থের প্রতি লােভী করে তােলে। অর্থের লােভেই মানুষ মানুষকে খুন করতে পারে। অর্থের জন্য মানুষের এ পাশবিকতা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয়। বেশি অর্থে বেশি সুখ-শান্তি বিরাজমান মনে করে লােভী মানুষ অর্থ উপার্জনের জন্য অবৈধ পথ ধরে। ফলে অন্যের উপর অত্যাচার, অনাচার, দুর্নীতি চালিয়ে অন্যকে শােষণ করেই নিজের সমৃদ্ধি ঘটানাের চেষ্টা চালায়।

পরিণামে অর্থলােভী মানুষ সমাজে নানারকম সমস্যার সৃষ্টি করে অনর্থ ঘটায়। অর্থ জীবনে সুখের উপকরণ। অবৈধ পথে তা উপার্জনের জন্য লােভী মানুষ তৎপর। এ লােভ মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। অন্যায়ের পথে পরিচালিত করে। তাই অর্থকে অনর্থের মূল বলা অস্বাভাবিক কিছু নয়। জগতের সকল অশান্তি ও অনর্থের মূলে রয়েছে অর্থ। অর্থের লােভেই সীমার ইমাম হােসেনকে হত্যা করেছিল। অর্থের লােভেই মানুষ নৈতিকতা বিসর্জন দেয়। অর্থই মানুষকে ভুল পথে চালিত করে।

তাই মীর মশাররফ হােসেন বিষাদসিন্ধু গ্রন্থে আরও বলেছেন“ হায়রে পাতকী অর্থ। তুই জগতে সকল অনর্থের মূল। ” অর্থই মানুষের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিজ্ঞ লােকেরা বলেন,“ অর্থই অনর্থের মূল। ”


আরও কয়েকটি ভাবসম্প্রসারনঃ

Views: 87 Views
❤️ 1
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top