আমার পথ : কাজী নজরুল ইসলাম

আমার পথ

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে “বিদ্রোহী কবি” হিসেবে সমধিক পরিচিত ছিলেন কেন?

ক) শাসক গোষ্ঠীর বিরোধিতার জন্য
খ) ধনিক গোষ্ঠীর বিরোধিতার জন্য
গ) অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য
ঘ) কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য

কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ কোনটি?

ক) সিন্ধু-হিল্লোল
খ) যুগবাণী
গ) কুহেলিকা
ঘ) শিউলিমালা

কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?

ক) ১৩৮১ বঙ্গাব্দে
খ) ১৩৮৩ বঙ্গাব্দ
গ) ১৩৮৫ বঙ্গাবন্দে
ঘ) ১৩৮৭ বঙ্গাব্দে

‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিক সাহিত্যাঙ্গনে মুলত কোন পরিচয়ে বেশি পরিচিত ছিলেন?

ক প্রাবন্ধিক
খ) উপন্যাসিক
গ) কবি
ঘ) গীতিকার

অনিক সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, এজন্য কোনো কাজেই সে সফল হতে পারেনা। অনিকের মাঝে ‘আমার পথ’ প্রবন্ধের কোন বিষয়টি বিদ্যমান?

ক) এটা দন্ত নয়, এটা অহংকার নয়

খ) যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়

গ) মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো

ঘ) বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক- অনেক ভালো

সত্যকে পেতে হলে কীসের মধ্য দিয়ে যেতে হয়?

ক) ভুলের
খ) আগুনের
গ) অনীহার
ঘ) বিনয়ের

কাকে চিনলে আত্মনির্ভরতা আসে?

ক) দেশকে
খ) জাতিকে
গ) আত্মাকে
ঘ)) মাটিকে

মানুষ কখন আপন সত্য ছাড়া অন্যকে কুর্নিশ করে না?

ক) নিজে বলবান হলে
খ) নিজে আদর্শবান হলে
গ) নিজেকে চিনলে
ঘ) সর্বদা চিন্তা করলে

‘আমার পথ’ বলতে নজরুল ইসলাম কোন পথকে খুঝিয়েছেন?

ক) সৃষ্টির পথ
খ) আলোর পথ
গ) জয়ের পথ
ঘ) সত্যের পথ

‘আগুনের ঝান্ডা’ অর্থ কী?

ক) অগ্নিকুণ্ডলী
খ) অগ্নিপতাকা
গ) আগ্নেয়গিরি
ঘ) অগ্নিদেবতা

‘সম্মার্জনা’ শব্দের অর্থ কী?

ক) সম্মান করা
খ) সম্মাননা
গ) মেজে ঘষে পরিষ্কার করা
ঘ) সম্মান প্রদর্শন

‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক) যুগবাণী
খ) দুর্দিনের যাত্রী
গ) রুদ্রমঙ্গল
ঘ) রাজবন্দির জবানবন্দি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উতর দাও।

নূর হোসেন নামের যুবকটি মিছিলে গিয়েছিল । স্বৈরাচারী শাসকের নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে মিছিলে অংশ নিয়ে মারা যাবে জেনেও আগামীর প্রত্যাশায় সে এগিয়ে যায় ।

উদ্দীপকের নূর হোসেন ‘আমার পথ’ প্রবন্ধের কীসের প্রতিনিধিত্ব করে?

ক) মিথ্যার
খ) আমিত্বের
গ) সত্যের
ঘ) অন্ধত্বের

উদ্দীপক ও “আমার পথ’ প্রবন্ধের শিক্ষণীয় বিষয় হলো-

i. সতের জয়গান করা

ii. দৃঢ় মনোবলে এগিয়ে যাওয়া

iii. প্রতিবাদী মনোভাব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

Views: 3 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply