আমি কিংবদন্তির কথা বলছি – MCQ

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। আজ আমরা একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র বইয়ের আবু জাফর ওবায়দুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ বা নৈব্যত্তিক প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। চলো শুরু করা যাক…

একাডেমিক প্রশ্ন

HSC বাংলা ১ম পত্র

আমি কিংবদন্তির কথা বলছি – MCQ

আবু জাফর ওবায়দুল্লাহ


আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার মুল বিষয় কোনটি?

ক) স্বদেশপ্রেম
খ) প্রকৃতিপ্রেম
গ) রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
ঘ) গণঅভ্যুত্থান

কবির পূর্বপুরুষ কী ছিলেন?

ক) ক্রীতদাস
খ) দিনমজুর
গ) কারাবন্দি
ঘ) রাজনীতিবিদ

‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির পূর্বপুরুষ কীসের কথা বলতেন?

ক) রক্তজবা
খ) শস্যদানা
গ) পলিমাটি
ঘ) অতিক্রান্ত পাহাড়ের কথা

যে কর্ষণ করে তাকে কী বলা হয়? (জ্ঞান)

ক) কামার
খ) কুমার
গ) কৃষক
ঘ) রাখাল

কবি যখন বলেন “কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা” তখন কী হয়?

ক) বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা প্রকাশিত হয়
খ) বাঙালির সুদীর্ঘকালের শোষণের ইতিহাসক প্রকাশিত হয়
গ) ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দ্যোতনাই সঞ্চারিত হয়
ঘ) বাঙালির হাজার বছরের ইতিহাস প্রকাশিত হয়

‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি যে পুত্রগণের কথা বলেছেন তারা কেমন?

ক) দীর্ঘদেহী
খ) খর্বদেহী
গ) স্থূলদেহী
ঘ) সূক্ষ্মদেহী

যে কবিতা শুনতে পারে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না?

ক) যুদ্ধে
খ) গ্রামে

গ) আন্দোলনে
ঘ) বিদেশে

‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’_ উদ্দীপকের চরণটিতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন দিকটি উপস্থিত?

ক) এতিহ্যের কথা
খ) ইতিহাসের কথা
গ) সংগ্রামী চেতনার কথা
ঘ) ভবিষ্যতের কথা

লোকপরম্পরায় শ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির এতিহ্যের পরিচয়বাহী তাকে কী বলে?

ক) কিংবদন্তি
খ) লোককথা
গ) খনার বচন
ঘ) বাগধারা

‘পিঠে রক্তজবার মতো ক্ষত’ পংক্তি দ্বারা তুলে ধর হয়েছে মানুষের প্রতি অত্যাচারের —

i. ইতিহাস
ii. কল্পকথা
iii. অতীত কথা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

‘পলিমাটির সৌরভ’ মনে করিয়ে দেয়-

i. নদীর কথা
ii. সমৃদ্ধির কথা
iii. বিশ্বাসের কথা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:

যেখানেই থাকি, হৃদয়ে বাংলাদেশ।

উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কবির কোন মনোভাবকে উপস্থাপন করে?

ক) শেকড় সন্ধানী মনোভাব
খ) দেশদরদি মনোভাব
গ) প্রকৃতিচেতনার মনোভাব
ঘ) স্বাধীনতার মনোভাব

উক্ত মনোভাবের স্বপক্ষের পংক্তি কোনটি?

ক) তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল
খ) আমি আমার পূর্বপুরুষের কথ বলছি
গ) তিনি কবি এবং কবিতার কথা বলতেন
ঘ) আমি একটি উজ্জল জানালার কথা বলছি

নিচের অধ্যায় গুলোও বেশ গুরুত্বপূর্ণঃ

❤️ 0
👎 0
😢 0
😡 0

1 thought on “আমি কিংবদন্তির কথা বলছি – MCQ”

  1. অনেক ভালো হয়েছে কোশ্চেনগুলো এর পাশাপাশি বোর্ডের কোশ্চেন অ্যাড করলে আরো ভালো হবে।

Leave a Reply

Scroll to Top

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/proshna1/public_html/wp-includes/functions.php on line 5471