You are currently viewing আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদনপত্র লেখ
আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদনপত্র লেখ

আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদনপত্র লেখ

মনে কর তুমি দিনাজপুর জেলার বালুবাড়ী মহল্লার বাসিন্দা স্বপন। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রের কাছে একখানা আবেদনপত্র লেখ॥

১৪.০১.২০২২
মেয়র
দিনাজপুর পৌরসভা।

বিষয় : আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার পৌরসভার বালুবাড়ী মহল্লার বাসিন্দা। প্রায় দু’বছর আগে থেকে আমাদের এলাকায় খাওয়ার পানি সরবরাহ করা হচ্ছে। বলা হয়েছিল এ পানি আর্সেনিকমুক্ত ও বিশুদ্ধ। কিন্তু প্রায় বছর খানেক আগে থেকে দেখা যাচ্ছে, যারা বৃদ্ধ-বৃদ্ধা ও শিশু তাদের হাত-পায়ে একধরনের ঘা হয়ে হাত-পায়ে সাদা ছােপ পড়েছে। কারও কারও শরীরে চুলকানি জাতীয় ঘা দেখা দিয়েছে। কয়েকজন জেলা হাসপাতালের চর্ম বিভাগে দেখানাের পর চিকিৎসকরা বলেছেন- আর্সেনিকযুক্ত পানি পানের কারণে এ ধরনের ঘা হয়। এরপর স্বাস্থ্য বিভাগের লােকজন এসে পানি পরীক্ষা করে জানান যে ব্যবহৃত পানিতে আর্সেনিক রয়েছে, যা মাত্রাতিরিক্ত ও অত্যন্ত ক্ষতিকর। উল্লেখা যে, আমাদের পার্শ্ববর্তী মহল্লায়ও এ ধরনের রােগের বিস্তার ঘটছে।

এমতাবস্থায় আপনার কাছে আমাদের আকুল আবেদন, যত দ্রুত সম্ভব আমাদের এলাকায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।


নিবেদক
রুহুল আমীন ভূঁইয়া
বালুবাড়ী মহল্লার বাসিন্দাদের পক্ষে,
বালুবাড়ী, দিনাজপুর।

আরও কয়েকটি আবেদনপত্রঃ

Views: 21 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply