You are currently viewing এই পৃথিবীতে এক স্থান আছে [MCQ & PDF]

এই পৃথিবীতে এক স্থান আছে [MCQ & PDF]

এই পৃথিবীতে এক স্থান আছে MCQ

জীবনানন্দ দাশ


১. বাংলা সাহিত্যে ‘রূপসী বাংলার কবি” হিসেবে খ্যাত কে?

ক) জসীমউদ্‌দীন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) কাজী নজরুল ইসলাম

২. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ফসলের মাঠকে কী বলে উপমিত করা হয়েছে?

ক) সোনালি মাঠ
খ) হলুদ শাড়ি
গ) হলুদ গালিচা
ঘ) সবুজ সমারোহ

৩. ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ কোন পাখি?

ক) লক্ষ্মীপেঁচা
খ) শঙ্খচিল
গ) সুদর্শন
ঘ) শঙ্খমালা

৪. হলুদ শাড়ি লেগে থাকে কার শরীরে?

ক) কাকনমালার
খ) কিরণমালার
গ) শঙ্খমালার
ঘ) মধুমালার

৫. ধানের গন্ধ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) ধানের সৌন্দর্য
খ) প্রাকৃতিক রূপ
গ) কৃষিপ্রধান বাংলার চিত্র
ঘ) ধান প্রকৃতি

৬. নদীর তীর কাশফুলে ভরে আছে। উক্ত বিষয়টি ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার কোন দিকটি তুলে ধরে?

ক)ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ
খ) সবুজ ডাঙা ভরে আছে মধুকুপী ঘাসে
গ) লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর
ঘ) এই পৃথিবীতে এক স্থান আছে_ সবচেয়ে সুন্দর করুণ

৭. ‘সকল দেশের রানি সে যে আমার জন্মভুমি’_ উক্ত চরণের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?

ক) এঁকতান
খ) লোক-লোকান্তর
গ) এই পৃথিবীতে এক স্থান আছে
ঘ) আমি কিংবদন্তির কথা বলছি

৮. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় অন্ধকারে কী নুয়ে থাকার কথা বলা হয়েছে?

ক) ধান গাছ
খ) হিজলের শাখা
গ) তমালের শাখা
ঘ) লেবুর শাখা

৯. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কোন রঙের শাড়ির কথা ফুটে উঠেছে?

ক) হলুদ
খ) লাল
গ) নীল
ঘ) বেগুনি

১০. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় অন্ধকারে যে ঘটনা ঘটার কথা বলা হয়েছে-_

i. সুদর্শন ঘরে ফেরে
ii. রাখাল ঘরে ফেরে
iii. লেবুর শাখা ঘাসের ওপর নুয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১১. যেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিয়ে অরুণ’ চরণটিতে ফুটে উঠেছে__

i. প্রভাতের সৌন্দর্য
ii. সূর্যের আলোর বিচ্ছরণ
iii. প্রকৃতি বন্দনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii


HSC বাংলা প্রথম পত্রের আরও কয়েকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ:

Views: 4 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply