Skip to content

এক নজরে বিভিন্ন বিষয়ের জনকঃ পর্ব ২

এক নজরে বিভিন্ন বিষয়ের জনক- পর্ব ২

বিসিএস, বাংক জব,এডমিশান টেস্ট ইত্যাদি প্রতিযোগিতা মূলক পরীক্ষা “math অংশে” কে কিসের জনক এ ধরনের প্রশ্ন এসে থাকে।গানের ছন্দে মনে রাখুন important কয়েকজন জনক এবং তাদের আবিষ্কার।

পিথাগোরাসের সংখ্যাতত্ত্ব, চার্লস ব্যাবেজের গণনা

ইউক্লিড এর জ্যামিতি, নিউটন এর ক্যালকুলাস নাইবা করলাম বর্ণনা।

হিপ্পার চাস এর ত্রিকোণমিতি, গ্যালিলিও গতিবিদ্যা

ম্যাট্রিক্স যদি কেইল এ করে, আর্কিমিডিস স্থিতিবিদ্যা।

জন নেপিয়ার লগারিদম, আল খারজমির বীজগণিত

L,C,D,M রোমান সংখ্যা, ৫১৫১* সহজ গীত।

(*এখানে ৫১৫১ মানে=৫০,১০০,৫০০,১০০০।

রোমান সংখায় L মানে ৫০,C মানে ১০০, D মানে ৫০০ এবং M মানে ১০০০।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *