Skip to content

এসএসসি পরীক্ষার প্রস্তুতীঃ নাটক

বাংলা প্রথম পত্র

নাটক

১) খোদেজা তাহেরাকে ডেমরার হাট থেকে বজরায় তুলে নেয় কেন?

ক) স্নেহের কারণে

খ) পরিচিত হওয়ায়

গ) আশ্রয় চাওয়ায়

ঘ) স্বামীর পরামর্শে

২) হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

ক) রসুলপুরে

খ) শাহজাদপুরে

গ) রেশমপুরে

ঘ) রোহনপুরে

৩) তাহেরার মতে পীরসাহেব-

i. বুদ্ধিমান

ii. ভণ্ড

iii. লোভী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii


৪) পীরের নাম বহিপীর কেন?

ক) প্রচুর বই পড়তেন, সেজন্যে

খ) ধর্মীয় বইয়ের বাণী প্রচার করতেন বলে

গ) বইয়ের ভাষায় কথা বলতেন বলে

ঘ) বাইরের দেশ থেকে এসেছিলেন বলে

৫) “এমন ঝড় কখনো দেখিনি” – উক্তিটি কার?

ক) খোদেজার

খ) হাশেমের

গ) তাহেরার

ঘ) বহিপীরের

৬) বহিপীর নাটকে কোন চরিত্রটিকে খুব হুঁকা খেতে দেখা যায়?

ক) হাতেম আলি

খ) বহিপীর

গ) হাশেম আলি

ঘ) হকিকুল্লাহ

৭) ‘বহিপীর’ নাটকে বহিপীর তার স্ত্রীকে উদ্ধারের জন্য-

i. ধর্মীয় বিয়ের দোহাই দেন

ii. মানবিকতার বাহানা করেন

iii. জমিদারের অসহায়ত্বের সুযোগ নেন

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৮) “বুঝি, তবু যেন বুঝি না”- হাতেম আলির উক্তিতে প্রকাশ পেয়েছে-

ক) নির্বুদ্ধিতা
খ) অসহায়ত্ব
গ) কপটতা
ঘ) দুর্বোধ্যতা

৯) ‘বহিপীর’ নাটকে তুলে ধরা হয়েছে-

i. জমিদারি প্রথা

ii. যৌতুক প্রথা

iii. পীরভক্তি

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১০) বহিপীরের বাড়ি কোথায়?

ক) ময়মনসিংহে
খ) সুনামগঞ্জে
গ) ফরিদপুরে
ঘ) রাজশাহীতে

১১) হাতেম আলি যে বন্ধুর কাছে টাকা ধার করতে গিয়েছিলেন তার নাম কী?

ক) আলাউদ্দিন
খ) আহসানউদ্দিন
গ) আহবাবউদ্দিন
ঘ) আনোয়ারউদ্দিন


নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

গ্রামের রাস্তা নির্মাণে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে চাইলে গ্রামবাসী সম্মিলিতভাবে এর বিরোধিতা করে। অবশেষে ঠিকাদার মানসম্মত সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করতে বাধ্য হয়।

১২. উদ্দীপকের গ্রামবাসীর মানসিকতার সাথে ‘বহিপীর’ নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?

ক) বহিপীর
খ) হাতেম
গ) তাহেরা
ঘ) খোদেজা


১৩) উক্ত চরিত্রে লক্ষ করা যায়-

i. মানবিকতার পরিচয়

ii. অধিকার সচেতনতা

iii. অনমনীয় দৃষ্টিভঙ্গি

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii

১৪) কোন ডাকটা হাতেমের কাছে ঠাট্টার মতো শোনায়?

ক) হুজুর
খ) মালিক
গ) জমিদার
ঘ) সাহেব

১৫) “আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না।” কথাটি কে বলে?

ক) তাহেরা
খ) বহিপীর
গ) হাতেম
ঘ) হাশেম


উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭নম্বর প্রশ্নের উত্তর দাও:

গাঁওদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সামাদ মিয়ার বেশ সুনাম রয়েছে। অর্থবিত্ত না থাকলেও, নৈতিকতাই ছিল তাঁর সবচেয়ে বড় সম্বল।

১৬. উদ্দীপকের সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের মিল আছে?

ক) হকিকুল্লাহর
খ) বহিপীরের
গ) হাতেম আলির
ঘ) হাশেম আলির


১৭) যে কারণে উক্ত চরিত্রটি একটি উজ্জ্বল চরিত্র-

i. স্থিতধী

ii. আত্মনিমগ্ন

iii. উচ্চমানবিক চেতনাসম্পন্ন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৮) “হকিকুল্লাহ পর্যন্ত ভাবিতে শুরু করিয়াছে” বহিপীরের এই কথা বলার কারণ কী?

ক) তাহেরা পালিয়ে যাওয়ায় হকিকুল্লাহর চিন্তিত হওয়া
খ) নিজের বিচারবুদ্ধি খাটিয়ে পুলিশ না ডাকা
গ) জমিদারকে টাকা ধার দেওয়ার পরামর্শ দেওয়া
ঘ) নিজ উদ্যোগে হাশেম আলির চলাফেরায় নজর রাখা

১৯) ‘বহিপীর’ নাটকে সর্বশেষ উক্তিকারী কে?

ক) হাতেম
খ) হাশেম
গ) বহিপীর
ঘ) তাহেরা

২০) ‘নট্’ মানে কী?

ক) কথা বলা
খ) নাচগান করা
গ) নড়াচড়া করা
ঘ) কাঁদা-হাসা


২১) সংস্কৃতে নাটককে কী বলা হয়েছে?

i. দৃশ্যকাব্য

ii. কাব্যের মধ্যে শ্রেষ্

iii. শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২২) ‘বহিপীর’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯৫৫
খ) ১৯৬০
গ) ১৯৫৮
ঘ) ১৯৬৬

২৩) ‘বহিপীর’ নাটকে অত্যন্ত ধূর্ত ও বাস্তবজ্ঞানসম্পন্ন চরিত্র কোনটি?

ক) তাহেরা
খ) হাতেম আলি
গ) হাশেম আলি
ঘ) বহিপীর

২৪) বহিপীর হলেন ‘বহিপীর’ নাটকের-

i. কেন্দ্রীয় চরিত্র

ii. নাম চরিত্র

iii. গুরুত্বপূর্ণ চরিত্র

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২৫) কাকে কেন্দ্র করে ‘বহিপীর’ নাটকের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে?

ক) বহিপীর
খ) তাহেরা
গ) হাশেম আলি
ঘ) হাতেম আলি


২৬) তাহেরা চরিত্রটি-

i. অনমনীয়

ii. মানবিক

iii. নতুন দিনের প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii


২৭) বহিপীর’ নাটকের কোন চরিত্রটি বহিপীরের বিপরীত চরিত্র?

ক) তাহেরা
খ) হাতেম আলি
গ) হাশেম আলি
ঘ) খোদেজা

২৮) হাশেম আলি সম্পর্কে বলা যায়-

i. আধুনিক

ii. যুক্তিবাদী

iii. মানবিক অনুভূতিসম্পন্ন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২৯) ‘বিদ্রোহী পদ্মা’ নাটকটির রচয়িতা হলেন-

ক) নুরুল মোমেন
খ) আসকার ইবনে শাইখ
গ) সিকানদার আবু জাফর
ঘ) আলাউদ্দিন আল আজাদ

৩০) বাংলাদেশে আধুনিক ধারার নাট্যচর্চায় অগ্রণী ছিলেন-

i. মুনীর চৌধুরী

ii. সৈয়দ ওয়ালীউল্লাহ

iii. সেলিম আল দীন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৩১) বাংলায় ইউরোপীয় ধাঁচের প্রথম মঞ্চনাটকের আয়োজন করেন কে?

ক) নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
খ) হানা ক্যাথারিন মুলেন্স
গ) হেরাসিম স্পেপানভিচ লেবেদেফ
ঘ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও


৩২) কোন শতকে প্রথম মঞ্চনাটক মঞ্চায়িত হয়?

ক) সপ্তদশ
খ) অষ্টাদশ
গ) উনবিংশ
ঘ) বিংশ


৩৩) প্রথম বাংলা আধুনিক নাট্যকার কে?

ক) তারাচরণ শিকদার
খ) গোলকনাথ দাস
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) দীনবন্ধু মিত্র


৩৪) মীর মশাররফ হোসেন রচিত নাটক-

i. বিষাদসিন্ধু

ii. নীলদর্পণ

iii. জমীদার দর্পণ

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii


৩৫) নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?

ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি


৩৬) নাটকের সার্থকতা কীসের উপর অনেকাংশে নির্ভরশীল?

ক) চরিত্রায়ন
খ) সংলাপ
গ) অভিনেতা-অভিনেত্রী
ঘ) মঞ্চসজ্জা

৩৭) গ্রীক মনীষী অ্যারিস্টটল নাটকে যে প্রকার ঐক্যের কথা বলেছেন-

i. কালের ঐক্য

ii. স্থানের ঐক্য

iii. ঘটনার ঐক্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii


৩৮) নাটকে কাহিনীর অগ্রসরমানতা কয়টি পর্বে বিভক্ত?

ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি

৩৯) সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৯২০
খ) ১৯২১
গ) ১৯২২
ঘ) ১৯২৩

৪০) সৈয়দ ওয়ালীউল্লাহ কোন পত্রিকায় সাংবাদিকতা করেন?

ক) দৈনিক ইত্তেফাক
খ) দৈনিক স্টেটসম্যান
গ) দৈনিক ট্রিবিউন
ঘ) দৈনিক টেলিগ্রাফ

৪১) ‘নয়নচারা’ কী জাতীয় রচনা?

ক) গল্পগ্রন্থ
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধগ্রন্থ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *