App Icon

প্রশ্ন - Proshna

M.Paul

সারাংশ: কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ?

Popular Android Apps For Students
Spread the love

বাংলা দ্বিতীয় পত্র

কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ?

কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাংখা। তোমরা বিদ্যালয়ে শিখবে বলে ভর্তি হয়েছ। কী শিখতে হবে, ভেবে দেখো। পাখি তার মা-বাপের কাছে কী শেখে। পাখা মেলতে শেখে, উড়তে শেখে। মানুষকেও তার অন্তরের পাখা মেলতে শিখতে হবে। তাকে শিখতে হবে, কী করে বড় করে আকাক্সক্ষা করতে হয়। পেট ভরতে হবে- এ শেখবার জন্য বেশি সাধনার দরকার নেই। কিন্তু পুরোপুরি মানুষ হতে হবে, এ শিক্ষার জন্য যে অপরিমিত আখাঙ্ক্ষা দরকার, তাকে শেষ পর্যন্ত জাগিয়ে রাখবার জন্য চাই মানুষের শিক্ষা।

সারাংশ:

শিক্ষার মাধ্যমে মানুষের মহৎ আখাঙ্ক্ষা জাগ্রত হয়, প্রকৃত মনুষ্যত্ব অর্জিত হয়। শুধু জীবিকা অর্জনের জন্যই নয়, নিজেকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তোলার জন্যই শিক্ষা লাভ করা প্রয়োজন।

What’s your Reaction?
+1
23
+1
8
+1
3
+1
5
+1
3
+1
3

আপনার মতামত জানানঃ