You are currently viewing কোষ ও এর গঠন MCQ

কোষ ও এর গঠন MCQ

HSC জীব বিজ্ঞান – প্রথম পত্র

প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন MCQ


১. নিচের কোনটির ক্লোরোপ্লাস্ট পেয়ালাকৃতি?

ক) Oedogonium
খ) Chlamydomonas
গ) Ulothrix
ঘ) Pithophora

সঠিক উত্তরঃ খ) Chlamydomonas

২. কোষ প্রাচীর প্রধানত কত স্তর বিশিষ্ট?

ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪

সঠিক উত্তরঃ গ) ৩

৩. কোষের সাইটোপ্লাজমে গোলাকার, অধিক ঘন ও আরবণীযুস্ত অঙ্গাণুকে কী বলে?

ক) প্রোটোপ্লাজম
খ) নিউক্লিয়াস
গ) রাইবোজোম
ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তরঃ খ) নিউক্লিয়াস

৪. Cell শব্দটির প্রবর্তক কে?

ক) রবার্ট হুক
খ) রবার্টসন
গ) কলিকার
ঘ) শিল্পার

সঠিক উত্তরঃ ক) রবার্ট হুক

৫. আদিকোষের রাইবোসোম কোন প্রকৃতির?

ক) ৫০s
খ) ৬০s
গ) ৭০s
ঘ) ৮০s

সঠিক উত্তরঃ গ) ৭০s

৬. কোষ প্রাচীর কোনটি দ্বারা নির্মিত?

ক) লিপিড
খ) সেলুলোজ
গ) গ্লাইকোপ্রোটিন
ঘ) লিপোপ্রোটিন

সঠিক উত্তরঃ খ) সেলুলোজ

৭. কূপ মধবতী স্থানে অবস্থিত মধ্যপর্দাকে কী বলে?

ক) মাইসেলি
খ) প্লাজমালেমা
গ) পিট মেমব্রেন
ঘ) কোষ প্রাচীর

সঠিক উত্তরঃ গ) পিট মেমব্রেন

৮. কোষঝিল্লির অনেকটা তরল পদার্থের মতো আচরণ করাকে কী বলে?

ক) Pingpong Movement
খ) gated – channel movement
গ) flip – flop movement
ঘ) Fast – slow Movement

সঠিক উত্তরঃ গ) flip – flop movement

৯. রাইবোজোম গঠনে মুখ্য ভুমিকা পালন করে কোনটি?

ক) সেন্ট্রিওল
খ) নিউক্লিওলাস
গ) প্লাস্টিড
ঘ) নিউক্লিওপ্লাজম

সঠিক উত্তরঃ খ) নিউক্লিওলাস

১০. কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন?

ক) বেন্দা
খ) ম্লাইখার
গ) কলিকার
ঘ) রবার্টসন

সঠিক উত্তরঃ ক) বেন্দা

১১. সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কী?

ক) Ribosome
খ) Chloroplast
গ) Nucleus
ঘ) Mitochondria

সঠিক উত্তরঃ খ) Chloroplast

১২. জীবদেহের গঠন ও কার্যাবলির একক কোনটি?

ক) নিউক্লিয়াস
খ) ক্রোমোসোম
গ) জীবকোষ
ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তরঃ গ) জীবকোষ

১৩. গাজরে মূলে থাকে কোনটি?

ক) ক্লোরোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) লিউকোপ্লাস্ট
ঘ) আ্যামাইলোপ্লাস্ট

সঠিক উত্তরঃ খ) ক্রোমোপ্লাস্ট

১৪. নিচের কোনটিতে প্লাস্টিড উপস্থিত?

ক) ছত্রাক
খ) ব্যাকটেরিয়া
গ) প্রাণিকোষ
ঘ) শৈবাল

সঠিক উত্তরঃ ঘ) শৈবাল

১৫. প্রতিটি ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা কত? (জান)

ক) ৪০-৮০টি
খ) ৮০-১০০টি
গ) ১০০-১৩০টি
ঘ) ১৩০-১৫০টি

সঠিক উত্তরঃ ক) ৪০-৮০টি

১৬. কোন বিজ্ঞানী সর্বপ্রথম অন্তঃপ্লাজমীয় জালিকা প্রত্যক্ষ করেন?

ক) বেন্দা
খ) কলিকার
গ) ম্লাইখার
ঘ) পোর্টার

সঠিক উত্তরঃ ঘ) পোর্টার

১৭. প্রকৃতকোষী জীবে কোন দুটি উপএকক নিয়ে 80s রাইবোসোম গঠিত হয়?

ক) 50Sও 30S
খ) 60S ও 20S
গ) 60S ও 40S
ঘ) 80S ও 20S

সঠিক উত্তরঃ গ) 60S ও 40S

১৮. শুক্রাণুর লেজ গঠন করে কোন অঙ্গাণুটি?

ক) লাইসোজোম
খ) সেন্ট্রিওল
গ) রাইবোজোম
ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তরঃ খ) সেন্ট্রিওল

১৯. কোষের মস্তিষ্ক কোনটি?

ক) প্রোটোপ্লাজম
খ) সাইটোপ্লাজম
গ) নিউক্লিয়াস
ঘ) সেন্ট্রিওল

সঠিক উত্তরঃ গ) নিউক্লিয়াস

২০. কোনটি নিউক্লিক অয়াসিডের ভান্ডার?

ক) রাইবোজোম
খ) নিউক্লিওলাস
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) গলজি বডি

সঠিক উত্তরঃ খ) নিউক্লিওলাস

২১. কোন ক্ষারটি শুধুমাত্র DNA অণুতে পাওয়া যায়?

ক) অ্যাডেনিন
খ) গুয়ানিন
গ) থাইমিন
ঘ) সাইটোসিন

সঠিক উত্তরঃ গ) থাইমিন

২২. নিউক্লিয়াসে অপেক্ষাকৃত উজ্জ্বল সুস্পষ্ট, গোলাকার অঙ্গটি__

i) tRNA তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে
ii) রাইবোজোম গঠনে বিশেষ ভূমিকা রাখে
iii) নিউক্লিক আ্যাসিডের ভাণ্ডার হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ গ) ii ও iii

২৩. পিউরিন জাতীয় ক্ষারক হলো-

i) অ্যাডেনিন
ii) গুয়ানিন
iii) থাইমিন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

২৪. পাইরিডিমিন জাতিয় ক্ষারক হলো-

i) থাইমিন
ii) ইউরাসিল
iii) সাইটোসিন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) i ও iii

Views: 3 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply