জরিমানা মওকুফ চেয়ে তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ
০৭.০২.২০২২
বরাবর,
প্রধান শিক্ষক
পুলিশ লাইন স্কুল ও কলেজ
রংপুর।
বিষয় : জরিমানা মওকুফ চেয়ে আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির খ- শাখার ছাত্র। গত জানুয়ারি মাসের ২ তারিখে আমাদের পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়ে আমার পা ভেঙে যায়, ফলে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। এমতাবস্থায় স্কুলে যে জরিমানা হয়েছে তার টাকার পরিমাণও কম নয়। আমার পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে এ অর্থ পরিশােধ করা সম্ভব নয়। কেননা, আমার পায়ের চিকিৎসা করতে গিয়ে পরিবারের অনেক টাকা ব্যয় হয়ে গেছে। এতদসঙ্গে ডাক্তারের সার্টিফিকেট সংযুক্ত করলাম।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা মওকুফ করে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত
মােঃ ইয়াকুব আলী
নবম শ্রেণি; রােল-৩২, শাখা-খ
আরও কয়েকটি আবেদনপত্রঃ
- বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন
- প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র
- শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষক বরাবর একখানা দরখাস্ত লেখ
What’s your Reaction?
+1
1
+1
1
+1
+1
+1
1
+1