সারাংশ: জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী

জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী

জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী, উন্নত ও সুখী করতে হলে শিক্ষা ও জ্ঞান বর্ষার বারিধারার মতো সর্বসাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। দেশে সরল ও সহজ ভাষার নানা প্রকারের পুস্তক প্রচারের দ্বারা এ কার্য সিদ্ধ হয়। শক্তিশালী দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীর প্রভাবে একটি জাতির মানসিক ও পার্থিব অবস্থার পরিবর্তন অপেক্ষাকৃত অল্পসময়ে সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার, অন্ধতা ও জড়তা, হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটি বিনয় মহিমোজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে আত্মমর্যাদাসম্পন্ন হয় এবং গভীর দৃষ্টি লাভ করে। তারপর বিরাট জাতির বিরাট বিরাট দেহে শক্তি জেগে ওঠে।

সারাংশ:

একটি জাতিকে সার্বিকভাবে সুখী ও সমৃদ্ধশালী করে তুলতে হলে আপামর জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। এর জন্য প্রয়ােজন সহজ ও সরল ভাষায় বিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন লেখকদের মাধ্যমে পুস্তক প্রণয়ন। তাহলেই একটি জাতি কুসংস্কার মুক্ত হয়ে আলােকোজ্জ্বল হয়ে উঠবে।

Views: 24 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

This Post Has 2 Comments

  1. wadad

    Nigar

  2. Rupa

    Very good

Leave a Reply