App Icon

প্রশ্ন - Proshna

M.Paul

জাদুঘরে কেন যাব: HSC বাংলা ১ম পত্র

Popular Android Apps For Students
Spread the love

জাদুঘরে কেন যাব

আনিসুজ্জামান

‘পুরোনো বাংলা গদ্য’ গ্রন্থটি কার রচনা?

ক) আনিসুজ্জামান
খ) আবদুল হক
গ) শওকত আলী
ঘ) আবুল্লাহ আল মুতী

আলেকজান্দ্রিয়া জাদুঘর স্থাপিত হওয়ার সম্ভাব্য সময় কোনটি?

ক) খ্রি. পু. প্রথম শতাব্দী
খ) খ্রি, পু. দ্বিতীয় শতাব্দী
গ) খ্রি. পু. তৃতীয় শতাব্দী
ঘ) খ্রি. পু: চতুর্থ শতাব্দী

ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত খ্রিষ্টাব্দে?

ক) ১৯১৭ সালে
খ) ১৭৮৯ সালে
গ) ১৮৫৭ সালে
ঘ) ১৯৭১ সালে

ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্র কী সৃষ্টি করে?

ক) কায়রো মিউজিয়ম
খ) ব্রিটিশ মিউজিয়ম
গ) ল্যুভ মিউজিয়ম
ঘ) অ্যাশমল

রিপন, ধীমান, সাধন তিন বন্ধু মিলে একটি পাঠাগার গড়ে তুললো। পাঠাগার গড়ে তোলার সঙ্গে ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধের কোন জাদুঘর গড়ে তোলার মিল আছে?

ক হার্মিতিয়ে মিউজিয়ম
খ) ল্যুভ মিউজিয়ম
গ) কায়রো মিউজিয়ম
ঘ) অ্যাশমোলিয়ান মিউজিয়ম

কল্লোল রাবেয়াকে ১০৭৮ খ্রিষ্টাব্দে নির্মিত টেমস নদীর তীরবর্তী একটি রাজকীয় দুর্গের কথা বলছিল। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত দুর্গটির বর্তমান নাম কী?

ক) ল্যুভ মিউজিয়ম
খ) ব্রিটিশ মিউজিয়ম
গ) টাওয়ার অব লন্ডন
ঘ) আ্যাশমোলিয়ান মিউজিয়ম

জাতিতাত্তিক জাদুঘরে দেশের কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিদর্শন রয়েছে?

ক) ২০টি
খ) ২২টি
গ) ২৫টি
ঘ) ২৯টি

‘চোর পালালে বুদ্ধি বাড়ে’- উত্তিটি কোন রচনায় উল্লেখ আছে?

ক) আমার পথ
খ) জাদুঘরে কেন যাব
গ)ট রেইনকোট
ঘ) মহাজাগতিক কিউরেটর

‘তাতে হয়ত তিনি কিছুটা স্বস্তি পেতেন’- তিনি কে?

ক) মুহম্মদ আলী জিন্নাহ
খ) আবদুল মোনায়েম খান
গ) ড. আফাজ উদ্দীন
ঘ) ড. এম এন হুদা

‘অবিদিত’ শব্দের অর্থ কী?

ক) যা বিদিত হয়েছে
খ) জানা আছে এমন
গ) জানা নেই এমন
ঘ) জানানো হয়েছে এমন

‘মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার’- এই মূল বাণীটি কোন বিপ্লবের?

ক) রেনেসার
খ) রুশ বিপ্লবের
গ) ফরাসি বিপ্লবের
ঘ) শিল্প বিপ্লবের

বলধা গার্ডেন কত ধ্রিষটাব্দে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯০৮ খ্রি,
খ) ১৯০৯ খ্রি.
গ) ১৯১০ খ্রি.
ঘ) ১৯১৪ খ্রি.

উনিশ শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে যে কারণে-

i. পুঁজিবাদের সমৃদ্ধির ফলে
ii. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে
iii. অজানা কৌতুহল বেড়ে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

পাশ্চাত্য দেশে জাদুঘরতত্ত্বের স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় হিসেবে যেটি গ্রহণযোগ্য –

i. মিউজিওলজি
ii. মিউজিওগ্রাফি
iii. মিউজিয়ম স্টাডিজ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

ব্রিটিশ মিউজিয়ম প্রতিষ্ঠা করেন_

i. স্যার হ্যানস মোন
ii. স্যার রবার্ট কটন
iii. রবার্ট হার্লি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

আপনার মতামত জানানঃ