সারাংশ: জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ

জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ

জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ। যার প্রত্যেক কাজে আনন্দ-স্ফুর্তি তার চেয়ে সুখী আর কেউ নয়। জীবনে যে পুরোপুরি আনন্দ ভোগ করতে জানে, আমি তাকে বরণ করি। স্থূল দৈনন্দিন কাজের ভেতর সে এমন একটা কিছুর সন্ধান পেয়েছে যা তার নিজের জীবনকে সুন্দর শোভন করেছে এবং পারিপার্শ্বিক দশ জনের জীবনকে উপভোগ্য করে তুলেছে। এই যে এমন একটা জীবনের সন্ধান যার ফলে সংসারকে মরুভূমি বোধ না হয়ে ফুলবাগান বলে মনে হয়, সে সন্ধান সকলের মেলে না। যার মেলে সে পরম ভাগ্যবান। এরূপ লোকের সংখ্যা যেখানে বেশি সেখান থেকে কলুষ বর্বরতা আপনি দূরে পালায়। সেখানে প্রেম, পবিত্রতা সর্বদা বিরাজ করে।

সারাংশ:

সুখ-দুঃখের এ পৃথিবীতে জীবনের প্রতিক্ষণে আনন্দ উপভােগ করা খুব সাধনার কাজ। যে পারে সে পরম ভাগ্যবান। এরূপ লােকের সংখ্যা যে সমাজে যত বেশি সে সমাজে তত শান্তি বিরাজমান। কারণ, তারা সমাজের অন্যান্যদের মধ্যে সুখ সারে সক্ষম।

❤️ 1
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top