জীবন ও বৃক্ষ: HSC বাংলা ১ম পত্র

Table of Contents

জীবন ও বৃক্ষ

মোতাহের হোসেন চৌধুরী

“Civilization” বইটি কে লিখেছেন?

ক) গী দ্য মোপাসা
খ) ক্লাইভ বেল
গ) বারট্রান্ড রাসেল
ঘ) জর্জ অরওয়েল

‘বুদ্ধির মুক্তির আন্দোলন’ কীসের প্রতিনিধিত্ব করে?

ক) বাঙালি ইংরেজি শিক্ষার অগ্রগতি
খ) বাঙালি ধর্মীয় শিক্ষার অগ্রগতি
গ) বাঙালি হিন্দু সমাজের অগ্রগতি
ঘ) বাঙালি মুসলমান সমাজের অগ্রগতি

বৃক্ষের সাধনায় কেমন রূপ দেখতে পাওয়া যায়?

ক) ধীরস্থির ভাব
খ) মৌন ভাব
গ) অস্থির ভাব
ঘ) স্থিতিশীল ভাব

‘যা তার প্রাপ্তি তাই তার দান’ বলতে মোতাহের হোসেন চৌধুরী কাকে বুঝিয়েছেন?

ক) বৃক্ষকে
খ) নদীকে
গ) সাধারণ মানুষকে
ঘ) সৃজনশীল মানুষকে

‘স্বল্পপ্রাণ, স্থলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ’__ উত্তিটিতে লেখক স্বল্পপ্রাণ বলতে কী ধরনের মানুষকে বুঝিয়েছেন?

ক) যারা ক্ষুদ্রমনা
খ) যারা প্রাণহীন
গ) যারা স্বল্পায়ু
ঘ) যারা পরশ্রীকাতর

বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে কী হয়ে ফুটে ওঠে?

ক) স্বপ্ন
খ) পূর্ণতা
গ) আশা
ঘ) ছবি

লেখক মোতাহের হোসেন চৌধুরী জীবনের সমতুল্য বিবেচনা করেছেন কোনটিকে?

ক) নদীকে
খ) বৃক্ষকে
গ) পাহাড়কে
ঘ) প্রকৃতিকে

সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাকে লেখক কী বলেছেন?

ক) আত্মা
খ) মন
গ) দেহ
ঘ) মস্তিষ্ক

মোতাহার হোসেন চৌধুরীর মতে, সাধনার ব্যাপারে কোনটি বড় জিনিস?

ক) অপ্রাপ্তি
খ) প্রাপ্তি
গ) ধৈর্য্য
ঘ) সহনশীলতা

‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে লেখক ‘বড় মানুষ’ বলতে কী বুঝিয়েছেন?

ক) যার মন বড়
খ) যে লম্বায় বড়
গ) যে জ্ঞানে বড়
ঘ) যে চেতনায় বড়

‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে জীবন মানে কী?

ক) গুণ
খ) বৃদ্ধি
গ) প্রাপ্তি
ঘ) অর্জন

মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতি?

ক) স্থির ও মৌনতা
খ) সার্থকতা ও সজীবতা
গ) গতি ও প্রকৃতি
ঘ) গতি ও বিকাশ

জীবনে অনুকরণের উপযুক্ত মহৎ ও শ্রেষ্ঠ দিক গুলোকে কী বলে?

ক) জীবনাদর্শ
খ) বাস্তবতা
গ) অভিজ্ঞতা
ঘ) সাধনা

‘স্থুলবুদ্ধি’ শব্দের অর্থ কী?

ক) সুক্ষ্ম বিচার-বুদ্ধিহীন
খ) অভিজ্ঞতাহীন
গ) জ্ঞানহীন
ঘ) উপলব্ধিহীন

‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘নিশান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) চিহ্ন
খ) পতাকা
গ) লক্ষ্য
ঘ) পরিচয়

‘চর্মচক্ষু’ শব্দের অর্থ কী?

ক) চামড়ার চোখ
খ) দৈহিক চক্ষু
গ) মানসিক চোখ
ঘ) মানস চক্ষু

রুমানা খুব অহংকারী স্বভাবের একটা মেয়ে। “জীবন ও বৃক্ষ” প্রবন্ধ অনুসারে রুমানা-

i. স্থুলবুদ্ধি .
ii. বিকৃতবুদ্ধি
ii. জবরদস্তি প্রিয়

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

Views: 72 Views
❤️ 2
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top