Skip to content

বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ

বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায়


একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ১ম অধ্য়ায়: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত থেকে গুরুত্বপূর্ণ MCQ ও তার উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। 

www.proshna.com

বিশ্বগ্রামের মেরুদন্ড কোনটি?

ক) ডেটা
খ) হার্ডওয়্যার
গ) সফটওয়্যার
ঘ) কানেক্টিভিটি

সঠিক উত্তরঃঘ) কানেক্টিভিটি

কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত?

ক) অনলাইনে কেনাকাটা
খ) গ্রামের বিস্তৃতি
গ) মানুষের বিভাজন
ঘ) দূরত্বের বিস্তৃতি

সঠিক উত্তরঃ ক) অনলাইনে কেনাকাটা

ইন্টারনেট-এর মাধামে কর্মসংস্থানের সুযোগকে কী বলে?

ক) ই-মার্কেটং
খ) ই-কমার্স
গ) ই-বিজনেস
ঘ) আউটসোর্সিং

সঠিক উত্তরঃ ঘ) আউটসোর্সিং

আরও পড়ুনঃ সংখ্যা ও ডিজিটাল ডিভাইস

বিশ্বগ্রামের জনক কে?

ক) Herbert Marshall Mciuhan
খ) Robert Mcluhan
গ) John Mcluhan
ঘ) Abrahim Linkon

সঠিক উত্তরঃ ক) Herbert Marshall Mciuhan

Herbert Marshall Mciuhan তার কোন বইয়ে প্রথম বিশ্বগ্রামের ধারণা দেন?

ক) Gutenberg Galaxy: The making of Typographic Man (1962) and Understanding Media (1964)
খ) Gutenberg Galaxy: Globalization
গ) Gutenberg Galaxy: Information & Globalization
ঘ) Globalization & Information and communication

সঠিক উত্তরঃ ক) Gutenberg Galaxy: The making of Typographic Man (1962) and Understanding Media (1964)

কোনটি ব্যবসায়ের সাথে সম্পর্কিত?

ক) ইমেইল
খ) ইলার্নিং
গ) ই-বুক
ঘ) ই-কমার্স

সঠিক উত্তরঃ ঘ) ই-কমার্স

কয়টি বৈশিষ্ট্যের ওপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

সঠিক উত্তরঃ খ) ৩টি

আরও পড়ুনঃ কামউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং MCQ

ব্লগ এর বাংলা প্রতিশব্দ কী?

ক) ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা
খ) ব্যক্তিকেন্দ্রিক লাইব্রেরি
গ) সাপ্তাহিক পত্রিকা
ঘ) পারিবারিক লাইব্রেরি

সঠিক উত্তরঃ ক) ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা

ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কী?

ক) হাইপার রিয়েলিটি
খ) ভার্চুয়াল ইনভায়রনমেন্ট
গ) কম্পিউটার সিমূলেশন
ঘ) ভার্চুয়াল অবজেক্ট

সঠিক উত্তরঃক) হাইপার রিয়েলিটি

ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগত তৈরি হয়?

ক) একমাত্রিক
খ) দ্বিমাত্রিক
গ) ত্রিমাত্রিক
ঘ) চতুর্মাত্রিক

সঠিক উত্তরঃগ) ত্রিমাত্রিক

কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়?

ক) সামাজিক যোগাযোগে
খ) গেমস তৈরিতে,
গ) জীব বৈচিত্র সৃষ্টিতে
ঘ) ঝুঁকিপূর্ণ কাজে

সঠিক উত্তরঃ ঘ) ঝুঁকিপূর্ণ কাজে

ভার্চুয়াল  রিয়েলিটিতে কোন ধরনের উদ্দীপনা করা যায়?

ক) একমাত্রিক
খ) দ্বিমাত্রিক
গ) ত্রিমাত্রিক
ঘ) চতুর্মাত্রিক

সঠিক উত্তরঃঘ) চতুর্মাত্রিক

বাস্তব চেতনা উদ্রগ্রীব বিজ্ঞান নির্ভর কল্পনাকে কী বলে?

ক) ক্রায়োসার্জারি
খ) বায়োমেট্রিক্স
গ) ভার্চুয়াল রিয়েলিটি
ঘ) বায়োইনফরমেটিকস

সঠিক উত্তরঃ  গ) ভার্চুয়াল রিয়েলিটি

মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কী? 

ক) বায়োমেটিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) কৃত্তিম বুদ্ধিমত্তা
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

সঠিক উত্তরঃ গ) কৃত্তিম বুদ্ধিমত্তা

Simulation-এর প্রয়োগ ক্ষেত্র কোনটি?

ক) ক্রায়োসার্জারি
খ) বায়োমেট্রিক্স
গ) আরিফিশিয়াল ইন্টেলিজেন্ট
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

সঠিক উত্তরঃঘ) ভার্চুয়াল রিয়েলিটি

কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? 

ক) মরগান তত্ব
খ) সিমুলেশন তত্ব
গ) কম্পিউটার তত্ব
ঘ) ভার্চুয়াল তত্ত্ব

সঠিক উত্তরঃ  খ)  সিমুলেশন তত্ব

আরও পড়ুনঃ প্রোগ্রামিং ভাষা MCQ

কোন প্রযুক্তি সৃষ্টি করে ত্রিমাত্রিক বিশ্ব এবং যার দৃশ্যমান জীবন্ত?

ক) হাইপার রিয়েলিটি
খ) ন্যানোটেকনোলজি
গ) বায়োটেকনোলজি
ঘ) বায়োইনফরমেটিক্স

সঠিক উত্তরঃ ক) হাইপার রিয়েলিটি

কৃত্রিম বুদ্ধিমতায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? 

ক) PROLOG
খ) PYTHON
গ) HTML
ঘ) COBOL

সঠিক উত্তরঃ ক) PROLOG

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়?

ক) BASIC
খ) LISP
গ) FORTRAN
ঘ) PASCAL

সঠিক উত্তরঃখ) LISP

কে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এর প্রতিষ্ঠাতা?

ক) Allan Turing
খ) Steffen Hackings
গ) Bill Gates
ঘ) John McCarthy

সঠিক উত্তরঃ Allan Turing

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *