Skip to content

তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশ্ন উত্তর

বিসিএস সাধারন জ্ঞানঃ পর্ব- ১১

তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশ্ন উত্তর

১০১. হাফ ডুপ্লেক্স মোড কী?

উত্তরঃ- হাফ ডুপ্লেক্স মোড উভয় দিক থেকে আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু এক সাথে আদান-প্রদান সম্ভব নয়।

১০২. ফুল ডুপ্লেক্স মোড কী?

উত্তরঃ- ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা উভয় দিকে প্রেরণ করা যায়। অর্থাৎ প্রেরণ ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান প্রদান করতে পারে।

১০৩. ইউনিকাস্ট মোড কাকে বলে?

উত্তরঃ- সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোড বলে।

১০৪. ব্রডকাস্ট মোড কী?

উত্তরঃ- নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহন করে। যেমন-টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে।

১০৫. মাল্টিকাস্ট মোড কী?

উত্তরঃ- মাল্টিকাস্ট মোড নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহন করতে পারেনা।শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রাহক বা সদস্য গ্রহন করতে পারে।

১০৬. চ্যানেল কাকে বলে?

উত্তরঃ- প্রেরক কম্পিউটার ও প্রাপক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য সংযোগ ব্যবস্থাকে চ্যানেল বলে।

১০৭. ডেটা কমিউনিকেশনের মাধ্যম কী?

উত্তরঃ- চ্যানেল বাস্তবায়নের জন্য যে সমস্ত মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা মিডিয়া বলে।

১০৮. কো-এক্সিয়াল ক্যাবলের কয়টি অংশ?

উত্তরঃ- কো-এক্সিয়াল ক্যাবলের অংশ ৪টি।

১০৯. টুইস্টেড পেয়ার ক্যাবল কী?

উত্তরঃ- দুটি পরিবাহী কপার বা তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে এ ধরনের ক্যাবল তৈরী করা হয়।

১১০. অপটিক্যাল ফাইবার ক্যাবল কী?

উত্তরঃ- অপটিক্যাল ফাইবার ক্যাবল হচ্ছে কাঁচের তন্তুর তৈরী এক ধরনের ক্যাবল যার মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *