তােমাদের বিদ্যালয়ের বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা কর।
অথবা, তুমি রতন। আনন্দ পাঠশালার দশম শ্রেণির একজন ছাত্র। তােমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা কর।
১৬ ই মার্চ, ২০২৫
অধ্যক্ষ
শতদল স্কুল এন্ড কলেজ, ঢাকা।
বিষয় : বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানমালা প্রসঙ্গে প্রতিবেদন।
জনাব,
সম্প্রতি শতদল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বাংলা নববর্ষ বরণ সম্পর্কে নিম্নোক্ত প্রতিবেদন পেশ করা হলাে-
বিগত ১৪ এপ্রিল, ২০২৫ অর্থাৎ পহেলা বৈশাখ ১৪৩২ বিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়ােজন করা হয়েছিল। এ উপলক্ষে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযােগিতার আয়ােজন করা হয় এবং প্রতিটি বিভাগের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। পুরস্কারের মােট মূল্যমান ছিল পাঁচ হাজার টাকার বই। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নীতু, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে নবম শ্রেণির ছাত্রী ছন্দা ও কৌশিকী। রবীন্দ্র সংগীত ও নজবুল গীতিতে প্রথম হয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী শম্পা। উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে নবম শ্রেণির ছাত্রী সােনিয়া। বিতর্ক প্রতিযােগিতায় যুগ্নভাবে প্রথম হয়েছে অন্টম শ্রেণির ছাত্রী ফারিয়া এবং সপ্তম শ্রেণির ছাত্রী দোলন। সবশেষে আয়ােজন করা হয়েছিল যেমন খুশি তেমন সাজ। এতে প্রথম পুরস্কার পেয়েছে নবম শ্রেণির ছাত্রী ঋতু। সবকিছুই সমাপ্ত হয়েছে সুশঙ্খল আনন্দঘন পরিবেশে।
দীপ্ত অরিত্র
প্রতিবেদক
দশম শ্রেণি, রােল নং-১