তােমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
১৬ জুন, ২০২৪ ইং
মাননীয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা।
বিষয় : এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রতিবেদন।
মহােদয়/জনাব,
আপনার আদেশানুসারে (আদেশ নং স. প, ক, ই/২৯ (৪) ২০২১) আমি আমার থানার (অর্থাৎ বুড়িচং থানার) প্রতিটি অঞ্চলের আইনশৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি।
বুড়িচং থানা শহরসহ গ্রামাঞ্চলে আগে শন্ত নিরিবিলি পরিবেশ বিরাজ করলেও বর্তমানে পরিবেশ অন্থিতিশীল ও অশান্ত হয়ে উঠছে। নাগরিক জীবনের সংকট ও জটিলতা গ্রামাঞ্চলের মানুষকেও গ্রাস করছে দিন দিন। মানুষ হয়ে উঠছে দুর্নীতিপরায়ণ ও অসৎ। প্রতিনিয়ত কমে যাচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাবােধ। অত্র এলাকার বেশকিছু গ্রামে ও থানা শহরে সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি সংক্রান্ত নানা ঘটনার সংবাদ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও খুব একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তবে তারা আপ্রাণ চেস্টা করে যাচ্ছে। আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি লাভ করবে। তাছাড়া কোনাে কোনাে গ্রামে অভ্যান্তরীণ কোন্দল বৃদ্ধি পাচ্ছে। মারামারি, ঝগড়-ঝাটি থেকে কলহ গড়াচ্ছে মামলা-মকদ্দমা পর্যন্ত। সম্প্রতি এ বিষয়ে উপজেলা মিলনায়তনে সচেতনতামূলক সেমিনারের ব্যবস্থা এবং গ্রামীণ জনগণকে কলহ ও মামলা-মকদ্দমার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়েছে।
এম, এ, মালেক (সুজন)
প্রতিবেদক
আরও কয়েকটি প্রতিবেদন রচনাঃ
- বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সম্পর্কে প্রতিবেদন রচনা কর
- বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর
- স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন রচনা
- ‘মহান বিজয় দিবস’ উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর