ঘুর্ণিঝড় উপদ্রুত মানুষের জন্য ত্রাণসামগ্রী চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন

তােমার এলাকার ঘুর্ণিঝড় উপদ্রুত মানুষের জন্য ত্রাণসামগ্রী চেয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখ।

অথবা, তােমার এলাকায় ভয়াবহ টর্নেডােতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সাহায্যার্থে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র রচনা কর।


২১.০৪.২০২২
জেলা প্রশাসক,
কিশােরগঞ্জ।

বিষয় : ঘুর্ণিঝড় উপদ্রুত মানুষের জন্য ত্রাণসামগ্রী প্রদানের আবেদন।

জনাব,
যথা বিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, বিগত ২০.০৪.২০২১ তারিখে কিশােরগঞ্জ জেলার নিকলীতে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। এটি বিকাল ৪.০০ টায় শুরু হয়ে পরবর্তী ১ ঘণ্টা স্থায়ী হয়। ফলে নিকলী উপজেলা সদরের ৫টি গ্রাম সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়। প্রত্যেকটি গ্রামের অধিকাংশ বাড়িঘর উড়িয়ে নেয় এবং সর্বমােট ১০ জনের মৃত্যু ঘটে। বেশকিছু গবাদি পশুও প্রাণ হারায়। তাছাড়া এই ঘূর্ণিঝড়ে মাঠে ব্যাপক ফসলহানি ঘটে। পরিসংখ্যানবিদদের অভিমত অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে গ্রামগুলােতে খাদ্য, বিশুদ্ধ পানি ও বাসস্থানের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এমতাবস্থায়, উপদ্রুত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রান সামগ্রী সরবরাহ করা প্রয়ােজন।

অতএব, মহােদয় সমীপে প্রার্থনা যে, আমার এলাকা নিকলীর ঘুর্ণিঝড় উপদ্রুত মানুষের জন্য ত্রাপসামগ্রী প্রদানের নিমিত্তে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।

নিবেদক-
আপনার বিশ্বস্ত
আমিনুর রাহমান পলাশ
নিকলী, কিশােরগঞ্জ।

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আবেদনপত্রঃ

Views: 179 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top