তােমার বিদ্যালয়ের ছাত্রাবাস সমস্যার উপর একটি প্রতিবেদন রচনা কর।
২২ এপ্রিল, ২০২২ ইং
অধ্যক্ষ
হাজিগঞ্জ পাইলট স্কুল, চাঁদপুর।
বিষয় : বিদ্যালয়ের ছাত্রাবাস সমস্যা সম্পর্কিত প্রতিবেদন।
জনাব,
আপনার দ্বারা আদিষ্ট হয়ে হাজিগঞ্জ পাইলট স্কুলের ছাত্রাবাস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনার অবগতির জন্য পেশ করলাম-
১. বিদ্যালয় প্রতিষ্ঠার সময়ই একমাত্র ছাত্রাবাসটি স্থাপন করা হয়। তারপর দীর্ঘকাল অতিবাহিত হয়েছে ছাত্রাবাসের কোনােরূপ সংস্কার করা হয়নি। ফলে কাঠ-টিনের তৈরি ছাত্রাবাসটির অবস্থা এখন খুবই নাজুক এবং বসবাসের অনুপযােগী হয়ে পড়েছে।
২. ছাত্রাবাসে কিছু ছাত্রের আবাস থাকলেও ডাইনিং ব্যবস্থার ঠিক নেই এবং ছাত্রাবাস পরিচালনার জন্য কোনাে কমিটি বা দায়িত্বপ্রাপ্ত কোনাে শিক্ষক নেই। ফলে ছাত্রাবাসে অবস্থিত ছাত্ররা নিজেদের প্রচেষ্টায় নিজেরা রান্না করে খায় এবং তাতে করে অনেকটা সময় তাদের রান্না ও খাওয়ায় শেষ হয়ে যায়। ফলে পড়ালেখার ক্ষতি হয়।
৩. ছাত্রাবাসে প্রয়ােজনীয় চেয়ার, টেবিল ও বেডের ব্যবস্থা নেই। ফলে ছাত্রদেরকে এক টেবিলে দু’জনকে পড়ালেখা করতে হয়। এক বিছানায় দু-জনকে ঘুমােতে হয়। এতে করেও পড়ালেখা ও থাকার অসুবিধা হয়।
৪. ছাত্রাবাসের গােসলখানা ও শৌঁচাগার গুলো ভেঙে যাবার উপক্রম হয়েছে এবং সংস্কার না করায় ব্যবহারের অনুপযােগী হয়ে পড়েছে।
এমতাবদ্থায় ছাত্রাবাসটি পূর্ণ সংস্কার করার আশু পদক্ষেপ প্রহণ করা প্রয়ােজন।
প্রতিবেদক- ক
দশম শ্রেণি, রােল নং-১০
হাজিগঞ্জ পাইলট স্কুল, চাঁদপুর।