তােমার স্কুল লাইব্রেরি জরিপ করে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন লেখ।

তােমার স্কুল লাইব্রেরি জরিপ করে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন লেখ।

অথবা, মনে কর, তুমি রাতুল। খুলনা জলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তােমাদের বিদ্যালয়ের পাঠাগার জরিপ করে প্রধান শিক্ষক বরাবরে একটি প্রতিবেদন তৈরি কর।

অথবা, মনে কর, তুমি ফরহাদ, বগুড়া জিলা-স্কুরের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। তােমার স্কুল লাইব্রেরি সম্পর্কে বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রপয়ন কর।


১৫ জুন, ২০২১
অধ্যক্ষ
আইডিয়াল স্কুল এন্ড কলেজ,
ময়মনসিংহ

বিষয় : স্কুল লাইব্রেরি জরিপ সম্পর্কিত প্রতিবেদন।

জনাব,
আপনার স্বারা আদিষ্ট হয়ে লাইব্রেরি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনার অবগতির জন্যে পেশ করা হলাে-

১. স্কুলটি প্রতিষ্ঠার সময়ই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। স্বল্প পরিসরে লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হলেও আজও এর সম্প্রসারণ হয় নি। ফলে সংকীর্ণ একটি কক্ষে লাইব্রেরিটি পরিচালিত হচ্ছে, যাতে পড়াশােনার সুন্দর পরিবেশ নিশ্চিত করা যায় না। লাইব্রেরিটিতে প্রয়ােজনীয় বইয়ের খুবই অভাব। বিভিন্ বিষয়ের মােট চার হাজার তিন শত পাঁচিশটি বই আছে। তবে অধিকাংশ বইয়ের সাম্প্রতিক সংস্করণ নেই এবং কিছু বই এমন জীর্ণশীর্ণ হয়ে গেছে যে, তা পাঠ করা যায় না। তাছাড়া
ছাত্রছাত্রীদের অতীব প্রয়ােজনীয় বইয়ের অভাব প্রকট। লাইব্রেরিটিতে প্রয়ােজনীয় স্টাফ নেই। গ্রস্থাগারিক প্রতিদিন ৭/৮ শত ছাত্রছাত্রীদের বই সরবরাহ করতে গিয়ে হিমসিম খায়। বই রক্ষণাবেক্ষণের জন্য প্রয়ােজনীয় আলমিরা ও তাক না থাকায় মেঝের উপর অনেক বই গাদাগাদি করে রাখা হয়েছে।
এমতাবস্থায় লাইব্রেরিটির উন্নয়ন ও ছাত্রছাত্রীদের স্বার্থে নিম্নলিখিত সুপারিশগুলাে আপনার নিকট পেশ করছি-

  • স্কুল ভবনের অন্য একটি সুপ্রশস্ত কক্ষে লাইব্রেরিটি স্থানান্তর করতে হবে। তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারবে।
  • জরুরি ভিত্তিতে স্কুল লাইব্রেরিতে নতুন নতুন গ্রন্থ সংগ্রহ করতে হবে। বিশেষ করে বিজ্ঞানের সর্বশেষ তথ্য সংবলিত গ্রন্থগুলাে ক্রয়ের ব্যবস্থা নিত হবে।
  • লাইব্রেরির চাহিদামত স্টাফ নিয়ােগের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। শূন্যপদ পূরণের জন্য সংস্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
    লাইব্রেরির জন্য প্রয়ােজনীয় আসবাবপত্র সংগ্রহ করতে হবে।

লাইব্রেরিটি অত্র স্কূলের ছাত্রছাত্রীদের একাডেমিক দক্ষতা ও সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই এর সার্বিক উন্নয়নে যত্নশীল হওয়া প্রয়ােজন।

প্রতিবেদক

Views: 253 Views
❤️ 2
👎 0
😢 0
😡 0

3 thoughts on “তােমার স্কুল লাইব্রেরি জরিপ করে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন লেখ।”

Leave a Reply

Scroll to Top