সারাংশ: তুমি জীবনকে সার্থক-সুন্দর করিতে চাও?

তুমি জীবনকে সার্থক-সুন্দর করিতে চাও?

তুমি জীবনকে সার্থক-সুন্দর করিতে চাও? ভালো কথা। কিন্তু সেজন্য প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে। সব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার, তবে তোমার জীবন সুন্দর হইবে। আরও আছে। তোমার ভিতর এক ‘আমি’ আছে যে বড় দুরন্ত। তাহার স্বভাব পশুর মতো বর্বর ও উচ্ছৃঙ্খল। সে কেবল ভোগবিলাস চায়। সে বড় লোভী। এই ‘আমি’-কে জয় করিতে হইবে। তবেই তোমার জীবন সার্থক ও সুন্দর হইয়া উঠিবে।

সারাংশ:

মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে। মানুষের ভেতর পশুত্ব আছে। এ পশুত্বকে বলি দিতে হবে। আমিকে জয় করতে পারলে মানুষ জীবনে সার্থকতা অর্জন করতে পারবে।

❤️ 15
👎 6
😢 0
😡 0

1 thought on “সারাংশ: তুমি জীবনকে সার্থক-সুন্দর করিতে চাও?”

Leave a Reply

Scroll to Top