দেনাপাওনা গল্পের MCQ

নবম দশম শ্রেনীর পড়াশুনা

Table of Contents

দেনাপাওনা গল্পের MCQ

রবীন্দ্রনাথ ঠাকুর


দেনাপাওনা গল্পটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে আমরা নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র বইয়ের দেনাপাওনা গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো।

একাডেমিক প্রশ্ন

১. রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিষ্টীয় কত তারিখে জন্মগ্রহণ
করেন?

ক) ৭ ই মে, ১৮৬১
খ) ৭ ই আগস্ট, ১৮৬১
গ) ৭ ই মে, ১৯৪১
ঘ) ২২ শে মে, ১৯৪১

২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) মানসী
খ) বনফুল
গ) সােনার তরী

ঘ) বলাকা

৩. রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে মারা যান?

ক) ২২ শে আষাঢ়, ১৩৪৮
খ) ২২ শে শ্রাবণ, ১৩৪৮
গ) ১৩ ই আশ্বিন, ১৩৮৩
ঘ) ২১ শে মাঘ, ১৩৪১

৪. দেনাপাওনা গল্পে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল?

ক) পাঁচ হাজার
খ) দশ হাজার
গ) পনের হাজার
ঘ) বিশ হাজার

৫. শাস্ত্রশিক্ষা নীতিশিক্ষা একেবারে নাই-কাদের?

ক) আজকালকার ছেলেদের
খ) আধুনিক মেয়েদের
গ) প্রতিবেশীদের
ঘ) পণপ্রার্থীদের

৬. রামসুন্দর প্রথমে হাসিমুখে বেহাইয়ের নিকট কিসের খবর পাড়লেন?

ক) পাড়ার খবর
খ) টাকা সংগ্রহের খবর
গ) ব্যামাের খবর
ঘ) চুরির খবর

৭. টাকা যদি দাও তবেই অপমান- বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

ক) প্রচলিত প্রবাদ-প্রবচন
খ) নিরূপমার আত্মমর্যাদাবােধের জাগরণ
গ) নিরূপমার টাকা প্রদানে বাধা
ঘ) শ্বশুরবাড়ির প্রতি নিরূপমার ঘৃণা

৮. রামসুন্দর মিত্রের নাতির বয়স কত?

ক) চার বৎসর
খ) পাঁচ বৎসর
গ) ছয় বৎসর
ঘ) সাত বৎসর

৯. নিরুপমার নিত্যক্রিয়ার মধ্যে যা দাঁড়িয়েছে তা হলাে—

i. শাশুড়ির তিরস্কার শােনা
ii. রান্না-বান্না করা
i. ঘরে দ্বার দিয়ে অশ্রুবিসর্জন

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১০. নিরূপমার অধীর হয়ে ওঠার কারণ হলাে—

i. বাপের বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষা
ii. ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়া
iii. শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহী হওয়া


নিচের কোনটি সঠিক?

)i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:

একমাত্র পুত্র বিপ্লবের বিয়েতে কিরণ চৌধুরী কন্যাপক্ষের কাছে মােটা অঙ্কের যৌতুক দাবি করেন। কিন্তু বাদ সাধে বিপ্লব। কিছুতেই সে পণের টাকা গ্রহণ করতে রাজি নয়।

১১. কিরণ চৌধুরীর মানসিকতা ‘দেনাপাওনা’ গল্পের কাকে স্মরণ করিয়ে দেয়?

ক) রামসুন্দরকে
খ) রায় বাহাদুরকে
গ) হরিমােহনকে
ঘ) হরিহরকে

১২. উদ্দীপক ও আলােচ্য গল্পের দৃষ্টান্ত থেকে বলা যায়, সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূল করা-

ক) শিক্ষার হার বাড়িয়ে
খ) দারিদ্র বিমােচন করে
গ) মূল্যবােধ জাগ্রত করে
ঘ) আইনকে কঠোর করে

উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নংপ্রশ্নের উত্তর দাও:

বিয়ের সময় গুতি অনুযায়ী জামাইকে মােটর
সাইকেল দিতে না পারায় দরিদ্র পিতার কন্যা কল্পনাকে
শ্বশুরবাড়িতে অনেক মানসিক নির্যাতন সইতে হয়।

১৩. উদ্দীপকে ‘দেনা পাওনা’ গল্পের যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তা হলাে—

i. যৌতুক নামক ভয়াবহ ব্যাধির কুফল
i. তকালীন হিন্দু সমাজের স্বার্থলােপ মানসিকতা
iii. কন্যার প্রতি দরিদ্র পিতার বাৎসল্য

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৪. উক্ত বৈশিষ্ট্য ফুটে উঠে নিচের কোন বাক্যে?

ক) টাকা হাতে না পেলেবর সভাস্থ করা যাবে না
খ) থাক্‌, বেহাই, ওতে আমার কাজ নেই।
গ) তা হলে তােমাকে যেতে দেবে না, যা
ঘ) বাপ যদি পুরা দাম দিত তাে মেয়ে পুরা যত্ন পেত

১৫. ‘শরশয্যা ‘ শব্দের অর্থ কী?

ক) ফুলশয্যা
খ) সুন্দর শয্যা
গ) মৃত্যুশয্যা
ঘ) বিবাহশয্যা

১৬. ‘দেনাপাওনা’ গল্পটি কোন ভাষারীতিতে রচিত?

ক) সাধু
খ) চলিত
গ) কথ্য
খ) আঞ্চলিক

১৭. ‘দেনাপাওনা’ গল্পটি কোন গথ থেকে সংকলিত?

ক) গল্পসল্প
খ) শ্রেষ্ঠগল্প
গ) গল্পগুচ্ছ
ঘ) গল্পসংগ্রহ

১৮. ‘দেনাপাওনা’ গজের শিক্ষণীয় বিষয় হলাে-

i. যৌতুককে ঘৃণা করা
i. নারীর অবমূল্যায়ন না করা
ii. যৌতুক ব্যাধির অবসান করা

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, iii

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র থেকে আরও কিছু MCQ প্রশ্ন-উত্তর :

Views: 122 Views
❤️ 1
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top