8 min read
Table of Contents
অষ্টম শ্রেনী হিন্দুধর্ম শিক্ষা
পঞ্চম অধ্যায়: দেব-দেবী ও পূজা-পার্বণ
১. ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার বা রূপ ধারণ করে, তখন তাঁদের কী বলা হয়?
ক) অবতার
খ) ঋষি
গ) দেব-দেবী
ঘ) পরমাত্মা
সঠিক উত্তর: গ) দেব-দেবী
ব্যাখ্যা: ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার বা রূপ ধারণ করে, তখন তাঁদের দেব-দেবী বলা হয়।
২. ঈশ্বরের সৃষ্টিকারিণী শক্তি কোন দেবী?
ক) দেবী লক্ষ্মী
খ) দেবী সরস্বতী
গ) দেবী দুর্গা
ঘ) দেবী কালী
সঠিক উত্তর: গ) দেবী দুর্গা
ব্যাখ্যা: দেবী দুর্গা ঈশ্বরের সৃষ্টিকারিণী, পালনকারিণী ও সংহারকারিণী শক্তির প্রতীক।
৩. দেবী দুর্গার কয়টি হাত?
ক) দুইটি
খ) চারটি
গ) আটটি
ঘ) দশটি
সঠিক উত্তর: ঘ) দশটি
ব্যাখ্যা: দেবী দুর্গা দশভুজা, অর্থাৎ তাঁর দশটি হাত।
৪. দেবী দুর্গার বাহন কী?
ক) ষাঁড়
খ) সিংহ
গ) হংস
ঘ) ময়ূর
সঠিক উত্তর: খ) সিংহ
ব্যাখ্যা: দেবী দুর্গার বাহন সিংহ।
৫. দুর্গাপূজা সাধারণত কোন মাসে অনুষ্ঠিত হয়?
ক) বৈশাখ
খ) আষাঢ়
গ) আশ্বিন
ঘ) কার্তিক
সঠিক উত্তর: গ) আশ্বিন
ব্যাখ্যা: দুর্গাপূজা সাধারণত বাংলা আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়।
৬. দেবী দুর্গার ডানদিকের পাঁচ হাতে কী কী অস্ত্র থাকে?
ক) ত্রিশূল, খড়্গ, চক্র, বাণ, শক্তি
খ) শঙ্খ, খেটক, ঘণ্টা, ধনু, পাশ
গ) ত্রিশূল, ঢাল, তরবারি, অঙ্কুশ, তীর
ঘ) চক্র, গদা, পদ্ম, খড়্গ, শূল
সঠিক উত্তর: ক) ত্রিশূল, খড়্গ, চক্র, বাণ, শক্তি
ব্যাখ্যা: দেবীর ডানদিকের পাঁচ হাতে থাকে ত্রিশূল, খড়্গ, চক্র, তীক্ষ্ণবাণ ও শক্তি নামক অস্ত্র।
৭. মহিষাসুরকে বধ করেছিলেন কে?
ক) ব্রহ্মা
খ) বিষ্ণু
গ) শিব
ঘ) দেবী দুর্গা
সঠিক উত্তর: ঘ) দেবী দুর্গা
ব্যাখ্যা: দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন, তাই তাঁর এক নাম মহিষাসুরমর্দিনী।
৮. দুর্গাপূজার সময় দেবীর ডানপাশে কে অবস্থান করেন?
ক) দেবী সরস্বতী
খ) দেবী লক্ষ্মী
গ) কার্তিক
ঘ) গণেশ
সঠিক উত্তর: খ) দেবী লক্ষ্মী
ব্যাখ্যা: পূজার সময় দেবীর ডানপাশে থাকেন ধনসম্পদের দেবী লক্ষ্মী।
৯. বিদ্যার দেবী কে?
ক) দুর্গা
খ) লক্ষ্মী
গ) সরস্বতী
ঘ) কালী
সঠিক উত্তর: গ) সরস্বতী
ব্যাখ্যা: দেবী সরস্বতী विद्या, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী।
১০. দেবী সরস্বতীর গায়ের রং কেমন?
ক) লাল
খ) নীল
গ) শ্বেতশুভ্র
ঘ) হলুদ
সঠিক উত্তর: গ) শ্বেতশুভ্র
ব্যাখ্যা: দেবী সরস্বতীর গায়ের রং শ্বেতশুভ্র, যা পবিত্রতা ও নির্মলতার প্রতীক।
১১. দেবী সরস্বতীর হাতে কী থাকে?
ক) ত্রিশূল ও খড়্গ
খ) বীণা ও পুস্তক
গ) শঙ্খ ও চক্র
ঘ) ধনুক ও বাণ
সঠিক উত্তর: খ) বীণা ও পুস্তক
ব্যাখ্যা: তাঁর হাতে থাকে বীণা ও পুস্তক। বীণা সংগীত ও শিল্পকলার প্রতীক এবং পুস্তক জ্ঞানের প্রতীক।
১২. দেবী সরস্বতীর বাহন কী?
ক) সিংহ
খ) ময়ূর
গ) হংস
ঘ) পেঁচা
সঠিক উত্তর: গ) হংস
ব্যাখ্যা: দেবী সরস্বতীর বাহন শ্বেতহংস।
১৩. সরস্বতী পূজা সাধারণত কোন তিথিতে অনুষ্ঠিত হয়?
ক) মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে
খ) ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে
গ) চৈত্র মাসের অমাবস্যা তিথিতে
ঘ) বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে
সঠিক উত্তর: ক) মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে
ব্যাখ্যা: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রধানত সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই তিথিকে শ্রীপঞ্চমীও বলা হয়।
১৪. কার্তিক কোন শক্তির দেবতা?
ক) জ্ঞান ও বিদ্যার
খ) ধনসম্পদ ও ঐশ্বর্যের
গ) শৌর্য-বীর্য ও সৌন্দর্যের
ঘ) সৃষ্টি ও পালনের
স nồi: গ) শৌর্য-বীর্য ও সৌন্দর্যের
ব্যাখ্যা: কার্তিক শৌর্য-বীর্য ও সৌন্দর্যের দেবতা।
১৫. কার্তিকের বাহন কী?
ক) সিংহ
খ) হংস
গ) ময়ূর
ঘ) ইঁদুর
সঠিক উত্তর: গ) ময়ূর
ব্যাখ্যা: তাঁর বাহন ময়ূর।
১৬. গণেশ কোন ধরনের দেবতা?
ক) যুদ্ধের দেবতা
খ) বিদ্যার দেবতা
গ) ধনসম্পদের দেবতা
ঘ) সিদ্ধিদাতা ও বিঘ্ননাশকারী দেবতা
স nồi: ঘ) সিদ্ধিদাতা ও বিঘ্ননাশকারী দেবতা
ব্যাখ্যা: গণেশ দেবীর সিদ্ধিদাতা ও সর্ববিঘ্ননাশকারী পুত্র।
১৭. গণেশের মাথা কিসের মতো?
ক) সিংহের মতো
খ) ঘোড়ার মতো
গ) হাতির মতো
ঘ) মানুষের মতো
সঠিক উত্তর: গ) হাতির মতো
ব্যাখ্যা: গণেশের মাথাটি হাতির মতো।
১৮. গণেশের বাহন কী?
ক) ময়ূর
খ) হংস
গ) ইঁদুর
ঘ) ষাঁড়
স nồi: গ) ইঁদুর
ব্যাখ্যা: গণেশের বাহন ইঁদুর বা মূষিক।
১৯. ‘পার্বণ’ শব্দের অর্থ কী?
ক) পূজা
খ) উৎসব
গ) পর্ব বা উৎসব অনুষ্ঠান
ঘ) ব্রত
স nồi: গ) পর্ব বা উৎসব অনুষ্ঠান
ব্যাখ্যা: ‘পার্বণ’ শব্দের অর্থ পর্ব বা উৎসব অনুষ্ঠান।
২০. দুর্গাপূজার ষষ্ঠী তিথিতে কী করা হয়?
ক) দেবীর প্রতিমা স্থাপন
খ) দেবীর চক্ষুদান
গ) কল্পারম্ভ ও দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস
ঘ) কুমারী পূজা
স nồi: গ) কল্পারম্ভ ও দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস
ব্যাখ্যা: ষষ্ঠী তিথিতে কল্পারম্ভ এবং দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়।
২১. দুর্গাপূজার অষ্টমী তিথিতে বিশেষ পূজা কোনটি?
ক) সন্ধিপূজা
খ) নবপত্রিকা স্থাপন
গ) হোম
ঘ) দেবীর বিসর্জন
স nồi: ক) সন্ধিপূজা
ব্যাখ্যা: অষ্টমী তিথির এক বিশেষ সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়।
২২. কুমারী পূজা সাধারণত কোন তিথিতে অনুষ্ঠিত হয়?
ক) ষষ্ঠী
খ) সপ্তমী
গ) অষ্টমী
ঘ) নবমী
স nồi: গ) অষ্টমী
ব্যাখ্যা: এই দিনে (অষ্টমী) অনেক মণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হয়।
২৩. দুর্গাপূজার দশমী তিথিকে কী বলা হয়?
ক) মহানবমী
খ) বিজয়া দশমী
গ) কোজাগরী দশমী
ঘ) শুভ দশমী
স nồi: খ) বিজয়া দশমী
ব্যাখ্যা: দশমী তিথি বিজয়া দশমী নামে পরিচিত।
২৪. দীপাবলি উৎসব কোন পূজার সাথে সম্পর্কিত?
ক) দুর্গাপূজা
খ) সরস্বতী পূজা
গ) কালীপূজা
ঘ) লক্ষ্মীপূজা
স nồi: গ) কালীপূজা
ব্যাখ্যা: কালীপূজার দিন দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনে সন্ধ্যায় হিন্দুগণ নিজ নিজ গৃহে প্রদীপ প্রজ্জ্বলিত করেন।
২৫. কোজাগরী লক্ষ্মীপূজা কখন অনুষ্ঠিত হয়?
ক) দুর্গাপূজার পর আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে
খ) দুর্গাপূজার পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে
গ) কালীপূজার দিন
ঘ) কার্তিক মাসের অমাবস্যা তিথিতে
স nồi: খ) দুর্গাপূজার পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে
ব্যাখ্যা: দুর্গাপূজার পর আশ্বিন মাসের যে পূর্ণিমা তিথি আসে, সেই তিথিতে কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়।
২৬. ‘নবান্ন’ কী?
ক) নতুন বস্ত্র পরিধানের উৎসব
খ) নতুন ধান থেকে উৎপন্ন চালে তৈরি খাদ্য দিয়ে পিতৃপুরুষ ও দেবতাদের নিবেদন
গ) বসন্তকালের উৎসব
ঘ) বর্ষাকালের উৎসব
স nồi: খ) নতুন ধান থেকে উৎপন্ন চালে তৈরি খাদ্য দিয়ে পিতৃপুরুষ ও দেবতাদের নিবেদন
ব্যাখ্যা: ‘নব’ অর্থ নতুন আর ‘অন্ন’ অর্থ ভাত বা খাদ্য। নতুন ধান থেকে যে চাল হয়, সেই চালের খাদ্য দিয়ে পিতৃপুরুষ ও দেবতাদের উদ্দেশে নিবেদন করা হয়। একেই বলে নবান্ন।
২৭. দোলযাত্রা বা হোলি উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়?
ক) মাঘ
খ) ফাল্গুন
গ) চৈত্র
ঘ) বৈশাখ
স nồi: খ) ফাল্গুন
ব্যাখ্যা: দোলযাত্রা বা হোলি উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়।
২৮. রথযাত্রা কোন দেবতার উৎসব?
ক) শিব
খ) দুর্গা
গ) জগন্নাথ
ঘ) সরস্বতী
স nồi: গ) জগন্নাথ
ব্যাখ্যা: রথযাত্রা মূলত শ্রীজগন্নাথদেবের উৎসব।
২৯. দেবী দুর্গার অপর নাম কী যা মহিষাসুরকে বধ করার জন্য হয়েছে?
ক) উমা
খ) পার্বতী
গ) মহিষাসুরমর্দিনী
ঘ) কাত্যায়নী
স nồi: গ) মহিষাসুরমর্দিনী
ব্যাখ্যা: অসুর মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন বলে তাঁর এক নাম মহিষাসুরমর্দিনী।
৩০. পূজা ও পার্বণ পালনের মাধ্যমে কী ধরনের চেতনা জাগ্রত হয়?
ক) ব্যক্তিগত স্বার্থপরতা
খ) বিচ্ছিন্নতা ও একাকিত্ব
গ) ধর্মীয় সংকীর্ণতা
ঘ) সামাজিক ঐক্য ও সম্প্রীতিবোধ
স nồi: ঘ) সামাজিক ঐক্য ও সম্প্রীতিবোধ
ব্যাখ্যা: পূজা ও পার্বণগুলো ব্যক্তিগত ও পারিবারিক গণ্ডি পেরিয়ে সামাজিক উৎসবে পরিণত হয়। এর মাধ্যমে সামাজিক ঐক্য ও সম্প্রীতিবোধ জাগ্রত হয়।