Skip to content

কাকতাড়ুয়া উপন্যাস এর MCQ – SSC Prepration

কাকতাড়ুয়া উপন্যাস এর MCQ

সেলিনা হোসেন


হ্যালো শিক্ষার্থী বন্ধু! একাডেমিক প্রশ্নে স্বাগতম। আমাদের আজকের পোষ্টটি কেবলমাত্র নবম-দশম শ্রেণির শিক্ষার্থী আর SSC পরীক্ষার্থীদের জন্য। আজ আমরা পড়বো বাংলা প্রথম পত্র থেকে সেলিনা হোসেন রচিত কাকতাড়ুয়া উপন্যাস এর MCQ বা বহুনির্বাচনী প্রশ্ন-উত্তর। তাহলে চলো শুরু করা যাক…

একাডেমিক প্রশ্ন

১. বাংলা সাহিত্যে ইংরেজি উপন্যাসের আদলে উপন্যাস লেখার সূত্রপাত ঘটে কখন?

ক) দেড়শ বছর আগে
খ) দুইশ বছর আগে
গ) আড়াইশ বছর আগে
ঘ) তিনশ বছর আগে

২. বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক) ফুলমনি ও করুণার বিবরণ
খ) আলালের ঘরের দুলাল
গ) দুর্গেশনন্দিনী
ঘ) কপালকুণ্ডলা

৩. বাঙালির গৃহকাতরতা ও পারিবারিক আবেগের উপর ভিত্তি করে উপন্যাস রচনা করেছেন কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়

৪. আধুনিক উপন্যাসের সূচনা ঘটার পিছনে প্রভাবক ছিল-

i. লিখতে শেখা

ii. ছাপাখানার আবির্ভাব

iii. গল্পকথকদের বিলুপ্তি

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৫. ফস্টারের মতে, উপন্যাসের শব্দসংখ্যা কমপক্ষে কত হাজার হওয়া বাঞ্ছনীয়?

ক) বিশ হাজার
খ) পঁচিশ হাজার
গ) ত্রিশ হাজার
ঘ) পঁয়ত্রিশ হাজার

৬. ‘উপন্যাস’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ-

i. Fiction

ii. Novel

iii. Short story

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৭. এ পর্যন্ত লেখা পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস কোনটি?

ক) ওয়ার অ্যান্ড পিস
খ) আসপেক্টস অব দ্যা নভেল
গ) ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড
ঘ) ইন সার্চ অব লস্ট টাইম

৮. উপন্যাসের উপাদান হলো-

i. কাহিনী বা গল্প

ii. চরিত্র

iii. বর্ণনাভঙ্গি

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৯. “মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না”- কথাটি কে বলেছে?

ক) বুধা
খ) শাহাবুদ্দিন
গ) ফুলকলি
ঘ) কুন্তি

১০. কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত?

ক) বিনু
খ) শিলু
গ) বুধা
ঘ) তালেব

১১. “নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস করো কেন? আমি কি ওদের গার্জিয়ান?” – এ কথার মাঝে প্রকাশ পেয়েছে বুধার-

ক) খেয়ালিপনা
খ) কৌশল
গ) অজ্ঞতা
ঘ) বিচক্ষণতা

১২. বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন?

ক) প্রতিশোধ নিতে
খ) প্রতিহিংসায়
গ) ফুলকলিকে বাঁচাতে
ঘ) ব্যক্তিস্বার্থে

১৩. এখন থেকে তোকে আমি ‘জয়বাংলা’ বলে ডাকবো- এখানে কার কথা বলা হয়েছে?

ক) ফুলকলি
খ) কুন্তি
গ) বুধা
ঘ) মিঠু

১৪. বুধাকে ‘ছন্নছাড়া’ বলে কে ডাকে?

ক) গাঁয়ের লোক
খ) নোলকবুয়া
গ) হরিকাকু
ঘ) জয়নাল চাচা

১৫. বুধাকে দেখে কুন্তির দৃষ্টি চকচক করে ওঠে কেন?

ক) ভয়ে
খ) খুশিতে
গ) চমকে যাওয়ায়
ঘ) শাপলা দেখে ফেলায়

১৬. কুন্তি তার চাচা-চাচির কবরের মাথায় যে গাছ লাগিয়েছে-

i. আকন্দ

ii. গোলাপ

iii. ধুতরা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৭. ‘রেকি করা’ বলতে কী বোঝায়?

ক) কোনো ঘটনার তদন্ত করা
খ) কোনো বিশেষ ব্যক্তিকে অনুসরণ করা
গ) কোথাও আক্রমণের আগে বিস্তারিত জানা
ঘ) আক্রমণের উদ্দেশ্যে শত্রুদলে অনুপ্রবেশ করা


উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে গেলে অধিকাংশ গ্রামবাসী গ্রাম ছেড়ে পালাতে থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া রাকিব গ্রাম ছেড়ে যেতে চায় না। সে বলে, গ্রামটা আমার। এখান থেকে আমি এক পা-ও নড়ব না।

১৮. উদ্দীপকের রাকিবের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?

ক) ফুলকলি
খ) মতিউর
গ) নোলকবুয়া
ঘ) বুধা

১৯. উল্লিখিত চরিত্রের মাঝে দেখতে পাই-

i. মানবিকতা

ii. দেশাত্মবোধ

iii. অসীম সাহস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২০. “আমি তো এখন স্বাধীন মানুষ” – বুধার এই কথা বলার কারণ-

i. সে পরিবারের বন্ধনমুক্ত

ii. চাচি ওকে মুক্তির কথা বলে স্বাধীন হওয়ার স্বপ্ন দিয়েছে

iii. দেশ স্বাধীন হয়ে গেছে

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii

২১. কাকতাড়ুয়া উপন্যাসে স্বাধীনতা বিরোধী শক্তি কে?

ক) কানু দয়াল
খ) আহাদ মুন্সি
গ) শাহাবুদ্দিন
ঘ) ফুলকলি

২২. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কাহিনী সম্পর্কে বলা যায়-

i. শুধু বড়রা নন, একজন কিশোরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে

ii. গ্রামের অবহেলিত, প্রান্তিক এক কিশোরের স্বাধীনতা সংগ্রামের দলিল

iii. মুক্তিযুদ্ধ যাদের দেখা হয় নি, তারা এ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২৩. কে বুধাকে কাকতাড়ুয়া খেলা খেলতে নিষেধ করেছিল?

ক) চাচী
খ) কুন্তি
গ) রানি
ঘ) মিঠু


উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সার্থক জীবন আর বাহু-বল তার হে, বাহু-বল তার। আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার।।

২৪. কবিতাংশের বক্তব্য ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে?

ক) বুধা
খ) মিঠু
গ) মধু
ঘ) আলি

২৫. প্রতিফলিত দিকটি হলো-

i. স্বদেশপ্রেম

ii. মানবপ্রেম

iii. স্বাধীনতার আকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বাঙ্কার খোঁড়া হচ্ছিল কোন মাসে?

ক) আষাঢ়
খ) শ্রাবণ
গ) ভাদ্র
ঘ) আশ্বিন

২৭. সেলিনা হোসেন কবে জন্মগ্রহণ করেন?

ক) ১ জুন, ১৯৪৭
খ) ১৪ জুন, ১৯৪৭
গ) ১ জানুয়ারি, ১৯৪৮
ঘ) ১৩ ডিসেম্বর, ১৯৪৮

২৮. সেলিনা হোসেনের লেখালেখির সূচনা হয়-

i. ছাত্রাবস্থায়

ii. পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে

iii. ষাটের দশকে

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii

২৯. সেলিনা হোসেন রচিত উপন্যাস নয় কোনটি?

ক) হাঙর নদী গ্রেনেড
খ) পোকামাকড়ের ঘরবসতি
গ) আগুনপাখি
ঘ) যমুনা নদীর মুশায়েরা


৩০. লেখক সেলিনা হোসেন-

i. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন

ii. বাংলা একাডেমির পরিচালক ছিলেন

iii. শিশু একাডেমির পরিচালক ছিলেন

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৩১. কত সালে সেলিনা হোসেন স্বাধীনতা পুরস্কার পান?

ক) ২০১০
খ) ২০০৮
গ) ২০১৪
ঘ) ২০১৮

৩২. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের লেখকের জীবনভাবনা কী?

ক) অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, প্রতিশোধ গ্রহণ করতে হয়
খ) স্বাধীনতার জন্য প্রবল আকাঙ্ক্ষা থাকতে হয়
গ) কিশোরেরাই স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে
ঘ) স্বাধীনতার স্বাদ সবার একান্ত কাম্য

৩৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে অনুপস্থিত থেকেও কার প্রভাব স্পষ্ট?

ক) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) বঙ্গবীর এম. এ. জি. ওসমানী

www.youtube.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *