সাহসী জননী বাংলা MCQ – SSC Preparation

Table of Contents

সাহসী জননী বাংলা MCQ

কামাল চৌধুরী


কামাল চৌধুরী রচিত ‘ধূলি ও সাগর দৃশ্য’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি বাঙালির সংগ্রামী ঐতিহ্যকে তুলে ধরেছেন। আজ আমরা নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র থেকে সাহসী জননী বাংলা কবিতার MCQ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো।

একাডেমিক প্রশ্ন

১. বাঙালি কী উড়িয়ে বঙ্গ জননীর কোলে ফিরে এসেছে?

ক) জয়মালা
খ) কার্তুজ
গ) স্বাধীনতা
ঘ) বর্ণমালা

২. সাহসী জননী বাংলার বুকে চাপা আছে কোনটি?

ক) মহা প্রতিরোধ
খ) মৃতের আগুন
গ) ঘৃণার কার্তুজ
ঘ) বাঘের থাবা

৩. বাঙালি কী উড়িয়ে বঙ্গ জননীর কোলে ফিরে এসেছে?

ক) জয়মালা
খ) কার্তুজ
গ) স্বাধীনতা
ঘ) বর্ণমালা

৪. “কবিতার হাতে রাইফেল” উক্তিটি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) প্রতীকী অর্থে
খ) রূপক অর্থে
গ) উপমা হিসেবে
ঘ) তুলনা অর্থে

৫. সাহসী জননী বাংলা’ কবিতাটির কোন চরণে রূপকথার উপাদান ব্যবহার করা হয়েছে?

ক) তোদের অসুর নৃত্য… ঠা ঠা হাসি… ফিরিয়ে দিয়েছি
খ) চির কবিতার দেশ… ভেবেছিলি অস্ত্রে মাত হবে
গ) ভাইবোন কে ঘুমায়? জাগে, নীলকমলেরা জাগে
ঘ) যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙালি

৬. বাঙালিদের সম্পর্কে যা বলা হয়েছে-

i. অনার্য জাতি

ii. খর্বদেহ

iii. ভীতু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii


উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:

“শাবাশ, বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে-পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়।”

৭. কবিতাংশের সাথে ‘সাহসী জননী বাংলা’ কবিতার চেতনাগত সাদৃশ্য কোনটি?

ক) শ্রেণিবিভেদ
খ) শ্রেণিবিভেদ
গ) বিজয়ী হওয়ার কৌশল
ঘ) সংহতির চেতনা

৮. উক্ত চেতনার পরিপূর্ণতা লাভ হয়-

i. মহা প্রতিরোধে বাঘের থাবায়

ii. সাহসের ইস্পাত দৃঢ়তায়

iii. সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করায়

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii

৯. ‘নীলকমলেরা’ বলতে কাদেরকে বোঝায়?

ক) নির্ভীক প্রহরীদের
খ) সাহসী অভিযাত্রীদের
গ) সহৃদয় মানুষদের
ঘ) মুক্তিযোদ্ধাদের

১০. ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) ধূলি ও সাগর দৃশ্য
খ) মিছিলের সমান বয়সী
গ) এসেছি নিজের ভোরে
ঘ) পান্থশালার ঘোড়া

১১. “ঘৃণার কার্তুজ” বলতে কবি কী বুঝিয়েছেন?

ক) গুলি ছুঁড়তে ঘৃণা করা
খ) দাঁত দিয়ে কার্তুজ ছিঁড়তে ঘৃণা বোধ করা
গ) বিস্ফোরণ্মুখ ঘৃণা
ঘ) ঘৃণাকে অস্ত্র বানানো


১২. “তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে”- উক্তিটিতে প্রকাশ পায় –

i. পাকিস্তানি বাহিনী বাঙালির রক্তে হাত রাঙিয়েছিল

ii. মুক্তিযোদ্ধারা প্রতিশোধ নিয়েছেন

iii. মুক্তিসেনারা পাকবাহিনীর কলঙ্কিত হাত গুঁড়িয়ে দিয়েছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৩. অসুর হলো-

i. দেবতাদের শত্রু

ii. দৈত্য

iii. দানব

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১৪. ‘কার্তুজ’ শব্দটির অর্থ কী?

ক) বন্দুকের নল
খ) বন্দুকের টোটা
গ) বেয়নেট
ঘ) বিস্ফোরক দ্রব্য

১৫. কবি কামাল চৌধুরী কোন বিষয়ের উপরে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?

ক) বাংলায় হিন্দু ও মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস
খ) মুক্তিযুদ্ধে সরকারি চাকরিজীবীদের ভূমিকা
গ) টেলিভিশন নাটকে মুক্তিযুদ্ধের উপস্থাপনা
ঘ) গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা

১৬. ‘টানাপোড়েনের দিন’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) নির্মলেন্দু গুণ
খ) শামসুর রাহমান
গ) কামাল চৌধুরী
ঘ) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

১৭. নিচের কোনটি কিশোর কবিতা?

ক) আপন মনের পাঠশালাতে
খ) নক্সী কাঁথার মাঠ
গ) সাঁঝের মায়া
ঘ) অভিযান

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় :

www.youtube.com
Views: 116 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top