2 min read

নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত?

নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভাল কাজে হাত দিলাম, তাহার নিন্দা কেহ করে না, -সে ভাল কাজের দাম কি! একটা ভাল কিছু লিখিলাম, তাহার নিন্দুক কেহ নাই-ভাল গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হতে পারে? জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম, যদি কোন মন্দ লোক তাহার মধ্যে মন্দ অভিপ্রায় না দেখিল, তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল। মহত্ত্বকে পদে পদে কাটা মাড়াইয়া চলিতে হয়। ইহাতে যে হার মানে, বীরের সদগতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে-তাহা নহে, মহত্ত্বকে গৌরব দেওয়া তাহার একটা মস্ত কাজ।

সারাংশ:

মানবজীবনকে সুন্দর, সফল ও গৌরবময় করার জন্য নিন্দার বা বিরূপ সমালােচনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালাে কাজ, উত্তম গ্রন্থ, মহৎ ধর্মচর্চা সব কিছুকেই নিন্দার কষ্টিপাথরে যাচাই করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। নিন্দা যেমন দোষীকে সংশােধনের সুযােগ দেয় তেমনি মহত্ত্বের গৌরবও প্রকাশ করে থাকে।

0
0
0
0
0

Download Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *