Skip to content

নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করে তােমার বন্ধুর কাছে একটি পত্র লেখ

  • by

নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করে তােমার বন্ধুর কাছে একটি পত্র লেখ


অথবা, সংবাদপত্র পাঠের প্রয়ােজনীয়তার কথা জানিয়ে তােমার বন্ধুকে একটি পত্র লেখ।

১৪. ০৫. ২০২১
ঢাকা।

প্রিয় সােহান,
আমার আন্তরিক ভালােবাসা গ্রহণ কর। আশা করি বাড়ির সবাই মিলে ভালাে আছ। আমি জানি, গত সপ্তাহে তােমার পরীক্ষা শেষ হয়েছে। তুমি এখন হয়ত বসে বসে সময় কাটাচ্ছ। কিন্তু তুমি হয়ত জান না যে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই অলসভাবে বসে থাকার কোনাে অর্থ হয় না। তাছাড়া এটাও সত্য যে, শুধু পাঠ্যবই পড়লেই জ্ঞান অর্জন করা যায় না। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে সর্ব বিষয়ে জ্ঞান রাখতে হয়। আর সেটি অর্জন করার অন্যতম উপায় সংবাদপত্র পাঠ করা। সংবাদপত্র পাঠ করলে তুমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ স্বদেশ-বিদেশসহ সব রকম তথ্য জানতে পারবে। দেখবে সে এক মজার তথ্য জগৎ। এ জগৎ থেকে একবিংশ শতাব্দীতে এসেও যে মানুষ বিচ্ছিন্ন থাকবে, তার জ্ঞান যে একেবারেই অপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। আমি বলব এখন তোমার হাতে প্রচুর সময় আছে তাই বেশি বেশি করে সংবাদপত্র পাঠ কর। এতে তােমার জানার পরিধি যেমন বাড়বে, তেমনি তােমার মেধাও শাণিত হবে।

আসলে সংবাদপত্র পাঠ করা আমাদের প্রত্যেকটি সচেতন মানুষের জন্যই অতীব প্রয়ােজন। আশা করি এ প্রয়ােজনীয়তা তুমিও উপলব্দি করতে পেরেছ।


তােমার আব্বু-আম্মুকে আমার সালাম দিও। তুমি ভালাে থেকো।

ইতি-
তােমার বন্ধু
পার্থিব

বিশেষ দ্রষ্টব্য : পত্রের শেষে ডাকটিকেট সম্বলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।


আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত চিঠিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *