সারাংশ: নিষ্ঠুর ও কঠিন মুখ শয়তানের

নিষ্ঠুর ও কঠিন মুখ শয়তানের।

নিষ্ঠুর ও কঠিন মুখ শয়তানের। কখনও নিষ্ঠুর বাক্যে প্রেম ও কল্যাণের প্রতিষ্ঠা হয় না। কঠিন ব্যবহারে ও রূঢ়তায় মানবাত্মার অধঃপতন হয়। সাফল্য কিছু হইলেও যে আত্মা দরিদ্র হইতে থাকে, সুযোগ পাইলেই সে আপন পশু-স্বভাবের পরিচয় দেয়। যে পরিবারের কর্তা ছোটদের সাথে অতিশয় কদর্য ব্যবহার করে, সে পরিবারের প্রত্যেকের স্বভাব অতিশয় মন্দ হইতে থাকে।

সারাংশ:

নিষ্ঠুর বাক্যে প্রেম ও কল্যাণের প্রতিষ্ঠা হয় না। কঠিন ব্যবহারে মানবতার পতন ঘটায়। পক্ষান্তরে, মধুর ব্যবহার মনুষ্যত্ব লাভের পথে অনেকখানি সাহায্য করে। অতএব আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির স্বার্থে পরিবারের প্রত্যেকের সাথে প্রেমপূর্ণ মধুর সম্পর্কের সৃষ্টি করা উচিত। নিষ্ঠুর ব্যবহার দ্বারা মানুষকে অমানুষ ও প্রেমহীন করে তােলা উচিত নয়।

Views: 47 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top