নূরলদীনের কথা মনে পড়ে যায়: HSC বাংলা ১ম পত্র MCQ

Table of Contents

নূরলদীনের কথা মনে পড়ে যায়

সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হকের সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে কোন ভাবটি পোষণ করতেন?

ক) গবেষণা প্রবণ মনোভাব
খ) নিরীক্ষাপ্রিয় মনোভাব
গ) প্রতীক ধর্মী মনোভাব
ঘ) প্রচারধর্মী মনোভাব

‘নূরলদীনের সারাজীবন’ কী ধরনের গ্রন্থ?

ক) গল্পগ্রন্থ
খ) কাব্যনাটক
গ) উপন্যাস
ঘ) কাব্যগ্রন্থ

‘জাগো, বাহে, কোনঠে সবায়- এটি কোন এলাকার আঞ্চলিক ভাষা?

ক) যশোর
নোয়াখালী
গ) চট্টগ্রাম
ঘ) রংপুর

‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কোন ধরনের মানুষ আবার জেগে ওঠে নূরলদীনের আশায়?

ক) হতাশাবাদী
খ) আশাবাদী
গ) অভাগা
ঘ) নিষ্পেষিত

তিতুমীর এক ঐতিহাসিক চরিত্র। তিতুমীরের সঙ্গে তোমার পঠিত ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় সাদৃশ্য রয়েছে কার?

ক) নূরুলদীনের
খ) কবির
গ) কৃষকের
ঘ) শোষকের

‘মাগো ওরা বলে
সবার মুখের ভাষা কেড়ে নেবে।’_ উক্ত কবিতাংশের সঙ্গে ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

ক) নূরলদীনের কথা মনে পড়ে যায়
খ) যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়
গ) যখন আমায় স্বপ্ন লুট হয়ে যায়
ঘ) যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়

‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় দালাল বলতে কাদের বোঝানো হয়েছে?

ক) রাজাকারদের
খ) শকুনকে
গ) নুরলদীনকে
ঘ) রংপুরের মানুষকে

‘যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) দেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে
খ) দেশের ভিতর গুপ্তচরকে
গ) দেশের সাধারণ মানুষকে
ঘ) দেশের মুক্তিকামী মানুষকে

‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় অভাগা মানুষ জেগে ওঠে কীসের আশায়?

ক) সংগ্রামের আশায়
খ) মিছিলের খবরের আশায়
গ) প্রতিবাদী হবার আশায়
ঘ) নূরলদীনের প্রত্যাবর্তনের আশায়

‘নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতাটি কীসের প্রস্তাবনাংশ?

ক) কাব্যের
খ) কাব্য নাটকের
গ) গল্পের
ঘ) সমালোচনার

নুরলদীন টরিত্রটি কোন অর্থে প্রয়োগ ঘটেছে?

ক) চেতনা
খ) নেতা
গ) লক্ষ্য
ঘ) অহংকার

কবি নূরলদীনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপৃণ্যে কীসের সাথে মিশিয়েছেন?

ক) ভাষা আন্দোলনের সাথে
খ) গণঅভ্যুর্থানের সাথে
গ) মুক্তিযুদ্ধের সাথে
ঘ) স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাথে

Views: 136 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top