Skip to content

নেকলেস: HSC বাংলা ১ম পত্র MCQ

নেকলেস

মূল : গী দ্য মোপাসা
অনুবাদ : পূর্ণেন্দু দস্তিদার


গী দ্য মোপাসা কোন দেশের লেখক?

ক) ইংল্যান্ড
খ) জার্মানি
গ) ইতালি
ঘ) ফ্রান্স

‘নেকলেস’ গল্পের অনুবাদক কে?

ক) সিরাজুল ইসলাম
খ) মুনীর চৌধুরী
গ) পূর্নেন্দু দস্তিদার
ঘ) বুদ্ধদেব বসু

পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কী ছিলেন?

ক) অধ্যাপক
খ) প্রকৌশলী
গ) ব্যবসায়ী
ঘ) আইনজীবী

লোইসেলকে আমন্ত্রণটি কে করেছিলেন?

ক) অর্থমন্ত্রী
খ) সংস্কৃতিমন্ত্রী
গ) কৃষিমন্ত্রী
ঘ) জনশিক্ষামন্ত্রী

সন্ধ্যায় খাম নিয়ে উল্লসিত হয়ে মাদাম লোইসেলের স্বামীর ঘরে ফেরা কী প্রমাণ করে?

ক) স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
খ) স্ত্রীর প্রতি ভালোবাসা
গ) স্ত্রীর প্রতি দায়িত্ববোধ
ঘ) স্ত্রীর প্রতি উদাসীনতা

মি, লোইসেল প্রাপ্ত আমন্ত্রনপত্র অনুযায়ী কত তারিখে জনশিক্ষামন্ত্রীর বাসগৃহে নিমন্ত্রণ ছিল?

ক) ১৮ই জানুয়ারি
খ) ১৮ই ফেব্রুয়ারি
গ) ১৮ই মার্চ
ঘ) ১৮ই এপ্রিল

মাদাম লোইসেলের নৃত্যের মধ্যে কী ছিল?

ক) গর্ব ও উৎসাহ
খ) আবেগ ও উৎসাহ
গ) সাফল্য ও আবেগ
ঘ) গর্ব ও আবেগ

‘আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি।’__ উক্তিটিতে নিহিত রয়েছে কোনটি?

ক) আকাঙ্খা
খ) অক্ষমতা
গ) উচ্চাশা
ঘ) প্রতিহিংসা

প্যালেস রয়েলে লোইসেল দম্পতি যে হারটি দেখেছিল তার দাম কত ছিল?

ক) বিশ হাজার ফ্রাঁ
খ) ত্রিশ হাজার ফ্রাঁ
গ) চল্লিশ হাজার ফ্রাঁ
ঘ) পঞ্চাশ হাজার ফ্রাঁ

‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের দুরবস্থার কারণ কী?

ক) প্রতিশোধপরায়ণতা
খ) মিথ্যাচারিতা
গ) উচ্চাভিলাষ
ঘ) স্বার্থপরতা

মাদাম লোইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে কীভাবে?

ক) স্বামী চাকরি হারালে
খ) পিতা চাকরি হারালে
গ) দুঃখজনক ঋণের কারণে
ঘ) পিতার মৃত্যুর কারণে

নেকলেস গল্পে ‘খেলো’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) নিকৃষ্ট বা মূল্যহীন
খ) সাধারণ বা খারাপ
গ) অতি সামান্য বা কমদামি
ঘ) সাধারণ বা কৃত্রিম

‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’ উত্তিটির সাথে ‘নেকলেস’ গল্পের কোন চরিত্র দুটির মিল রয়েছে।

ক) মাদাম ফোরসটিয়ার ও মি. লোইসেল
খ) মাদাম লোইসেল ও ব্রেটন
গ) মি. লোইসেল ও মাদাম লোইসেল
ঘ) মাদাম ফোরসটিয়ার ও মাদাম লোইসেল

‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’- উত্তিটি ‘নেকলেস’ গল্পের কোন লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ?

ক) সুখী করার, কাম্য হওয়ার, কতই না তার ইচ্ছে
খ) সেকি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যা, অবশ্যই বলবে
গ) যদি সে গলার সেই হারখানা না হারাত তাহলে কেমন হতো?
ঘ) সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না

‘নেকলেস’ গল্পটি কোন ভাষা থেকে অনুদিত?

ক) জাপানি
খ) স্প্যানিশ
গ) ল্যাটিন
ঘ) ফরাসি

ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পের নাম কী?

ক) La Parure
খ) La Villa
গ) La Luvre
ঘ) La Museum

ঋণ পরিশোধের জন্য মি. লোইসেল ও মাদাম লোইসেল-

i. দাসীকে বিদায় করে
ii. বাসা পরিবর্তন করে
iii. আবশ্যিক ব্যয় কমায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *