বিড়াল গল্পের MCQ (প্রশ্ন-উত্তর ও পরিক্ষা)

বিড়াল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত ছোট গল্প। আজ আমরা বিড়াল গল্পের MCQ নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা পাঠ্যসূচীর গুরুত্বপূর্ণ নৈব্যত্তিক সমূহের প্রশ্ন-উত্তর পড়বো এবং সবার শেষে আমাদের অনুশীলন কেমন হল তা যাচাই করার জন্য একটি পরিক্ষা দেব। পরিক্ষায় অংশ নিতে এই পোষ্টের একেবারে শেষে ‘পরিক্ষা দিন’ বাটনে ক্লিক করে পরিক্ষায় অংশ নেওয়া যাবে।

প্রশ্ন ডট কম

বাংলা ভাষায় প্রথম শিল্প সম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার?

ক) প্যারীটাদ মিত্রের

খ) কালীপ্রসন্ন সিংহের

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কোনটি?

ক) সাহিত্য সম্রাট
খ) অপরাজেয় কথাশিল্পী
গ) কবি সম্রাট
ঘ) সাহিত্য রত্ন

কমলাকান্ত ভাল ভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান?

ক) কবুতরকে
খ) প্রসন্নকে
গ) মার্জারকে
ঘ) নসীবাবুকে

কমলাকান্ত কাকে ‘মার্জার সুন্দরী’ বলেছেন?

ক) বিড়াল
খ) প্রসন্ন
গ) নেপোলিয়য়ান
ঘ) নসীবাবুকে

বিড়াল অতি মধুর স্বরে ‘মেও’ বলেছে কেন?

ক) ব্যঙ্গ করার উদ্দেশ্যে
খ) পরিতৃপ্ত হওয়ার কারণে
গ) করুণা পাওয়ার জন্য
ঘ) অপরাধবোধের জন্য

প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম কী?

ক) মার্জারী
খ) মঙ্গলা
গ) ধবলী
ঘ) শ্যামলী

মনুষ্যকূলে কুলাঙ্গার হতে চান না কে?

ক) কমলাকান্ত
খ) প্রসন্ন
গ) নেপোলিয়ন
ঘ) ওয়েলিংটন

সন্তু সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা মেটাতে হোটেল থেকে খাবার চুরি করে। সন্তুর সঙ্গে ‘বিড়াল’ রচনার কার মিল আছে?

ক) প্রসন্নের
খ) মঙ্গলার
গ) বিড়ালের
ঘ) কমলাকান্তের

‘সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে’- এখানে ‘তোমরা’ কারা?

ক) বিড়ালরা
খ) মানুষরা
গ) অধার্মিকেরা
ঘ) চোরেরা

কমলাকান্ত কী পেয়ে মার্জারের সকল বন্তব্য বুঝতে পারলেন?

ক) আফিং
খ) দৈবশক্তি
গ) দিব্যকর্ণ
ঘ) ক্ষুৎপিপাসা

‘বিড়াল’ রচনায় শিরোমণি বলতে কী বোঝানো হয়েছে?

ক) পরিবারের প্রধান ব্যক্তিকে
খ) সমাজের প্রধান ব্যক্তিকে
গ) পরিবারের নিম্ন আয়ের ব্যক্তিকে
ঘ) সমাজের নিম্নশ্রেণির ব্যক্তিকে

সমাজের ধনবৃদ্ধির অর্থ কাদের ধন বৃদ্ধি?

ক) চোরদের
খ) ধনীদের
গ) বিড়ালদের
ঘ) অধার্মিকদের

জলযোগ কী?

ক) পানি পর্ণ করা
খ) জলদান
গ) হালকা খাবার
ঘ) তরল খাবার

কোন সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো?

ক) এশীয় সমাজে
খ) ইউরোপীয় সমাজে
গ) আফ্রিকান সমাজে
ঘ) আমেরিকার সমাজে

‘বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে, তখন গন্তীরভাবে উপদেশ প্রদান করবে’ কমলাকান্তের এই উক্তিটি-_

।. আত্মরক্ষামলক
।।. শ্লেষাত্মক
।।।. যুক্তিনিষ্ঠ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

বিড়ালটিকে কমলাকান্ত্র ‘পতিত আত্মা’ বলার কারণ হলো-

i. ধর্মাচারণে মন দেয় না বলে

ii. অন্যের খাদ্য চুরি করে খেয়েছে বলে

iii. তুচ্ছ প্রাণী হয়ে বিজ্ঞ মনোভাব পোষণ করেছে বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

কৃপণের দণ্ড হওয়া উচিত। কেননা কৃপণরা-

i. দরিদ্রকে চুরি করতে বাধ্য করে
ii. ধর্মের কথা বলে বেড়ায়
iii. ধন সঞ্জয় করে রাখে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও:

‘আপনারে রাখিলে ব্যর্থ জীবন সাধনা
জনম বিশ্বের তরে পরার্থে কামনা ।’

উদ্দীপকটিতে ‘বিড়াল’ রচনার কোন দিকটি প্রকাশ পেয়েছে?

ক) স্বার্থপরতা
খ) স্বজনগ্রীতি
গ) পরহিতব্রত
ঘ) বিচ্ছিন্নতা

এই ভাব প্রকাশক বাক্য হলো-

i. দরিদ্রের ক্ষুধা সবার বোঝা উচিত

ii. অনাহারে মরে যাবার জন্য পৃথিবীতে কেউ আসেনি

iii. সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii

Views: 119 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top