পরীক্ষায় কৃতকার্যতার জন্য অভিনন্দন জানিয়ে তােমার বন্ধুকে একখানা পত্র লেখ

Table of Contents

পরীক্ষায় কৃতকার্যতার জন্য অভিনন্দন জানিয়ে তােমার বন্ধুকে একখানা পত্র লেখ ।

অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গৌরবজনক কৃতিত্বের অধিকারী বন্ধুকে অভিনন্দন জানিয়ে একখানা পত্র লেখ।

অথবা, পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য ব্যক্তিগত অভিনন্দন জানিয়ে তােমার বন্ধুকে পত্র লেখ।

অথবা, তােমার কোনাে বন্ধু মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ।

অথবা, মনে কর তােমার নাম মুনিম, তুমি পটুয়াখালি জেলার বাউফল থানায় বসবাস কর, তােমার বন্ধু সিয়াম মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ।


SSC: রা. বো. ১৬, চ. বো. ২০১৯, সি. বো. ১৯


২৫. ০৬. ২০২১
ছায়ানীড়, আন্দরকিল্লা, চট্টগ্রাম

প্রিয় সিয়াম,
প্রথমে আমার আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা নিও। তুমি বিগত এসএসসি পরীক্ষায় A (জিপিএ ৫) গ্রেডে উত্তীর্ণ হয়েছ এ সংবাদে আমি সত্যিই আনন্দিত। আমি অবশ্য আগে থেকেই জানতাম, তুমি ভালাে ফলাফল করবে। কারণ, ছাত্র হিসেবে তুমি সব সময়ই ভালাে ছিলে। লেখাপড়া ছাড়া আর কোনাে চিন্তাই তােমার ছিল না। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তােমার এই উজ্জ্বল সাফল্যের জন্যে অভিনন্দন জানাচ্ছি।

তােমার ফলাফলে আমার আব্বা ও আম্মা খুবই খুশি হয়েছেন। তােমার সব বনধু-বান্ধব ও আত্মীয়-স্বজন নিশ্চয় তােমার এই উজ্জ্বল সাফল্যে গর্বিত। আমার মনে হয় তুমি এখন স্বর্গীয় আনন্দ উপভােগ করছ। সম্ভবত তুমি এখন কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে ব্যস্ত। কী সুখের জীবন এটা! আমি এখন জানতে চাই তুমি কোন কলেজে ভর্তি হতে যাচ্ছ? নিশ্চয়ই কোনাে ভালাে কলেজে? আমি নিশ্চিত করে বলতে পারি, তুমি বিজ্ঞান বিভাগেই লেখাপড়া করবে। তােমার সার্বিক মঙ্গাল ও সাফল্য কামনা করছি।


তােমার বাবা-মাকে আমার সালাম দিও।


ইতি-
তােমারই
মুনিম


বিশেষ দ্রষ্টব্য : পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য


আরও কয়েকটি ব্যক্তিগত চিঠিঃ

Views: 128 Views
❤️ 1
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top