প্রথম অধ্যায় : ভৌতজগৎ ও পরিমাপ

প্রথম অধ্যায় : ভৌতজগৎ ও পরিমাপ

১. কত সালে আপেক্ষিক তত্ব আবিষ্কৃত হয়?

ক) ১৯০৫
খ) ১৯২১
গ) ১৮০৫
ঘ) ১৯১১

সঠিক উত্তরঃ ক) ১৯০৫

২. বিখ্যাত দার্ষনিক কোন দেশের অধিবাসী ছিলেন?

ক) গ্রিস
খ) ইংল্যান্ড
গ) ইতালি
ঘ) ফ্রান্স

সঠিক উত্তরঃ ক) গ্রিস

৩. পদার্থ বিজ্ঞানের ভিত্তির সাধারন সূত্রগুলোকে কি বলা হয়?

ক) নীতি
খ) ধারনা
গ) অনুমিতি
ঘ) স্বীকার্য

সঠিক উত্তরঃ ক) নীতি

৪. পাখির উড়া পর্যবেক্ষন করে উড়োজাহাজের মডেল তৈরি করেন?

ক) রজার বেকন
খ) লিওনার্দো দা ভিঞ্চি
গ) রবার্ট হুক
ঘ) হাইগেনস

সঠিক উত্তরঃ খ) লিওনার্দো দা ভিঞ্চি

৫. ইবনে আল হাইয়াম কোন বিষয়ে গবেষণা করেন?

ক) রসায়ন
খ) জ্যোতিবিজ্ঞান
গ) আলোকতত্ত্ব
ঘ) চুম্বকত্ত্ব

সঠিক উত্তরঃ গ) আলোকতত্ত্ব।

৬. আল-মাসুদী নিচের কোনটির ধারনা দেন?

ক) বায়ুকল
খ) লিভারের কার্যনীতি
গ) উদস্থিতি বিদ্যার
ঘ) প্রতিসরণের সূত্র

সঠিক উত্তরঃ ক) বায়ুকল

৭. কে π এর মান ২২/৭ দ্বারা প্রকাশ করেন?

ক) সত্যেন বোস
খ) আইনস্টাইন
গ) আইজ্যাক নিউটন
ঘ) ভাষ্করাচার্য

সঠিক উত্তরঃ ঘ) ভাষ্করাচার্য

৮. মহাকর্ষ সূত্র প্রদান করেন কে?

ক) গ্যালিলিও
খ) আলবার্ট আইনস্টাইন,
গ) বেল
ঘ) স্যার আইজ্যাক নিউটন

সঠিক উত্তরঃ ক) গ্যালিলিও

৯. কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন?

ক) জন ডাল্টন
খ) আইনস্টাইন
গ) রাদারফোর্ড
ঘ) স্যার আইজ্যাক নিউটন

সঠিক উত্তরঃ ঘ) স্যার আইজ্যাক নিউটন

১০. ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড কোনটি সম্পর্কে পবেষণা করেন?

ক) আপেক্ষিকতা
খ) পড়ন্ত বস্তু
গ) বাম্প ইঞ্জিন
ঘ) তড়িৎ চৌম্বক ক্রিয়া

সঠিক উত্তরঃ ঘ) তড়িৎ চৌম্বক ক্রিয়া

১১. বিজ্ঞানী মার্কনি কোন দেশের অধিবাসী ছিলেন?

ক) ইতালি
খ) জার্মানী
গ) ফ্রান্স
ঘ) ইংল্যান্ড

সঠিক উত্তরঃ ক) ইতালি

১২. পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধামেই বিজ্ঞানের সব সতা যাচাই করা উচিত-মতবাদটি কোন বিজ্ঞানীর?

ক) থেলিস
খ) রজার বেকন
গ) গ্যালিলিও
ঘ) নিউটন

সঠিক উত্তরঃ গ) গ্যালিলিও

১৩. কত সালে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কৃত হয়?

ক) ১৯০৫
খ) ১৯১৩
গ) ১৮০০
ঘ) ১৯০০

সঠিক উত্তরঃ ঘ) ১৯০০

১৪. নিচের কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন?

ক) ম্যাক্সওয়েল
খ) ম্যাক্স প্লাঙ্ক
গ) হেনরি হার্জ
গ) স্ট্রেসম্যান

সঠিক উত্তরঃ খ) ম্যাক্স প্লাঙ্ক

১৫. কোয়ান্টাম তত্ত্বের জনক কে?

ক) আইনস্টাইন
খ) ম্যাক্সওয়েল
গ) প্লাঙ্ক
ঘ) হাইসেনবার্গ

সঠিক উত্তরঃ গ) প্লাঙ্ক

১৬. সেক্সট্যান্ট যন্ত্র আবিষ্কার করেন কে?

ক) আল-খুজান্দী
খ) আল-খোয়ারিজমি
গ) আল-বাতানি
ঘ) আল বেরুনী

সঠিক উত্তরঃ ক) আল-খুজান্দী

১৭. আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব কয়টি মৌলিক স্বীকার্যের ওপর প্রতিষ্ঠিত?

ক) ১ট
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

সঠিক উত্তরঃ খ) ২টি

১৮. “আমাদের চারপাশে যা কিছু আছে তার সবই স্থান – এই ধারনা কার?

ক) এরিস্টটল
খ) আর্কিমিডিস
গ) ইউক্লিড
ঘ) থেলিস

সঠিক উত্তরঃ গ) ইউক্লিড

১৯. মৌলিক একক কয়টি?

ক) ৩টি
খ) ৫টি
গ) ৭টি
ঘ) ৯ট

সঠিক উত্তরঃ গ) ৭টি

২০. সময়ের একক নির্ধারণ করে কোনটি?

ক) Cs-15
খ) Cs-65
গ) Cs-133
ঘ) Cs-153

সঠিক উত্তরঃ গ) Cs-133

২১. নীচের কোনটি লব্ধ একক?

ক) ওহম
খ) কেলভিন
গ) ক্যান্ডেলা
ঘ) আ্যাম্পিয়ার

সঠিক উত্তরঃ ক) ওহম

২২. গ্যালিলিও গ্যালিলি কোন দেশের বিজ্ঞানী?

ক) ফ্রান্স
খ) ইতালি
গ) ব্রিটেন
ঘ) গ্রিস

সঠিক উত্তরঃ খ) ইতালি

২৩. প্রথম ডায়নামো আবিষ্কার করেন কে?

ক) ইয়ং
খ) নিলস বোর
গ) রাদারফোর্ড
ঘ) মাইকেল ফ্যারাডে

সঠিক উত্তরঃ ঘ) মাইকেল ফ্যারাডে

২৪. আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

ক) ১৯০৫ সালে
খ) ১৯১১ সালে
গ) ১৯১৫ সালে
ঘ) ১৯২১ সালে

সঠিক উত্তরঃ ঘ) ১৯২১ সালে

২৫. একটি স্ফেরোমিটার দ্বারা একটি কাঁচ পাত্রের পুরুত্ব নির্ণয় করতে গিয়ে রৈখিক পাঠ 2 মি.মি. সমপাতন পাঠ 25 এবং লষিষ্ঠ গুণন 0.001 mm পাওয়া গেল। তাহলে কাচের পুরু কত?

ক) 2.2059 cm
খ) 0.2025 cm
গ) 2.025 cm
ঘ) 20.25 cm

সঠিক উত্তরঃ খ) 0.2025 cm

২৬. যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?

ক) পিচ
খ) যান্ত্রিক ত্রুটি
গ) লঘিষ্ঠ গণন
ঘ) ভার্নিয়ার ধ্রুবক

সঠিক উত্তরঃ গ) লঘিষ্ঠ গণন

২৭. সৌরজগৎ সম্পর্কে মতবাদ রাখেন-

i. থেলিস
ii. এরিস্টটল ও প্লেটো
iii. অ্যারিস্টার্কাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

২৮. লিওনার্দো দা ভিঞ্চি-

i) মূলত চিত্রকর ছিলেন

ii) বলবিদ্যায় যথেষ্ট দখল রাখতেন

iii) পাখি উড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুইটির উতর দাও ।

ইরতিজা পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি কীভাবে এসেছে সেটি জানল। সে দেখল প্রত্যেকটি এককের একটি মানদণ্ড আছে।

২৯. ইরতিজা কোন পদ্ধতিকে আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে জেনেছে?

ক) এফপিএস
খ) এমপিএস
গ) এমকেএস
ঘ) পিজিএস

সঠিক উত্তরঃ গ) এমকেএস

৩০. উক্ত মানদণ্ড বলতে বুঝায়-

i) 1k বলতে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগ
ii) 0.012kgC-12 তে অবস্থিত সমসংখ্যক প্রাথমিক ইউনিট থাকে 1mol পদার্থে
iii) একটি নিরেট গোলকের ভর 2 kg

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ ক) i ও ii

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

আদনান, ও ফেরদৌস পদার্থবিজ্ঞান বিভিন্ন বিজ্ঞানীদের অবদান নিয়ে আলোচনা করছিল। তারা দেখল একজন মধ্যযুগের ইংরেজ বিজ্ঞানী পদার্থবিজ্ঞানকে এতটা সমৃদ্ধ করেছেন যে তাঁকেই সর্বকালের শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী বলা যায়। তার রচিত গ্রন্থ Philosophic Naturalis Pirincipia mathematica.

৩১. আদনান ও ফেরদৌস কোন বিজ্ঞানী ব্যাপারে কথা বলছিল?

ক) গ্যালিনও
খ) আইজ্যাক নিউটন
গ) টমাস ইয়ং
ঘ) মাইকেল ফ্যারাড

সঠিক উত্তরঃ খ) আইজ্যাক নিউটন

৩২. উক্ত গ্রন্থটি-

i) ১৬৮৭ সালে প্রকাশিত হয়
ii) ৩ টি খন্ডে বিভক্ত
iii) সর্বজনীন মহাকর্ষ সূত্র ও গতিসূত্র প্রদান করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ গ) i ও iii

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও ।

রাফি সেকেন্ড দোলকের একটি মাত্র দোলনের সময় নির্ণয় করতে ও কাফি ২০টি দোলনের সময় নির্নয় করতে 0.4s ত্রুটি করে।

৩৩. কার ত্রুটির হার কম?

ক) রাফির
খ) কাফির
গ) উভয়ের
ঘ) কারও নয়

সঠিক উত্তরঃ খ) কাফির

৩৪. রাফির ত্রুটির হার কত?

ক) 1%
খ) 2%
গ)10%
ঘ) 20%

সঠিক উত্তরঃ ঘ) 20%

৩৫. রাফির নির্নীত দোলনকাল-

i) 2.02 sec
ii) 2.4 sec
iii) 1.98 sec

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তরঃ খ) ii ও iii

Views: 1 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply