প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ

১৪.৬.২০২১
প্রধান শিক্ষক
শিমুলতলী উচ্চ বিদ্যালয়।

বিষয় : প্রশংসাপত্র প্রদানের জন্য আবেদন।

জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি এ বছর যশাের বাের্ডের অধীনে আপনার স্বনামধন্য বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছি। এখন আমি জেলা শহরের সরকারি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা পােষণ করছি। সেজন্য আপনার কাছ থেকে একটা প্রশংসাপত্র প্রয়ােজন। আমার রেজিষ্ট্রেশন নং ০১৩৯২৫; শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯ এবং রোল নং ০৩৫৭৪৮।

অতএব, জনাবের নিকট আবেদন আমাকে একটা প্রশংসাপত্র প্রদান করে কলেজে ভর্তি হওয়ার সুযােগ করে দিতে আপনার মর্জি হয়।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
পলাশ অধিকারী
রােল নং ০৩

আরও কয়েকটি আবেদনপত্রঃ

❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/proshna1/public_html/wp-includes/functions.php on line 5471