তােমার এলাকার বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য জেলা প্রশাসকের নিকট একখানা আবেদনপত্র লেখ।
অথবা, মনে কর, তুমি সুমন, বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।
অথবা, তােমার এলাকার বন্যার্তদের ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদন কর।
২৬.০৬.২০২১
জেলা প্রশাসক,
নারায়ণগঞ্জ।
বিষয় : বন্যা কবলিত মানুষের জন্য সাহায্যের আবেদন।
জনাব,
বিগত কয়েকটি বন্যার মতাে এবারও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা সর্বনাশা বন্যার করালগ্রাস থেকে রেহাই পায় নি। এবারের বন্যা বিগত বন্যাগুলাের মধ্যে সবচেয়ে ভয়াবহ। অবিরাম বর্ষনের ফলে সম্পূর্ণ থানা আজ বন্যাকবলিত। বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে। ভেসে গেছে অসহায় কৃষকদের গরু-বাছুর এবং তাদের সদ্যতােলা ফসল। উঠতি ফসলের হয়েছে চরম ক্ষতি। হাজার হাজার লােক এখন পানিবন্দী। বিশুন্ধ খাবার পানির অভাবে দেখা দিয়েছে কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রােগ। অবিলম্বে খাদ্য, পানীয় জল এবং চিকিৎসার সুব্যবস্থা না করলে দুর্গতদেরকে বাঁচানাে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে।
অতএব, মহােদয় সমীপে সবিনয় প্রার্থনা, এ ব্যাপারে আশু প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মর্জি হয়।
বিনীত-
সায়মা আক্তার
এলাকাবাসীর পক্ষে।
not bad