বর্তমান বিশ্বসাহিত্যের দিকে একটু ভালো করে দেখলে
বর্তমান বিশ্বসাহিত্যের দিকে একটু ভালো করে দেখলে সর্বাগ্রে চোখ পড়ে তার দুটি রূপ। এক রূপে সে ধুলিমলিন পৃথিবীর উর্ধ্বে উঠে স্বর্গের সন্ধান করে, তার চরণ কখনও ধরার মাটি স্পর্শ করে না-এইখানে সে স্বপ্নবিহারী। আরেক রূপে সে এই মাটির পৃথিবীকে অপার মমতায় আঁকড়ে ধরে থাকে। এইখানে সে মাটির দুলাল।
সারাংশ:
বর্তমান বিশ্বসাহিত্যের দুটি রূপ লক্ষণীয়। এক রুপে সে কল্পলোকের সৌন্দর্য সন্ধানী। আর অন্য রুপে সে এই মাটির পৃথিবীর -মমতার বন্ধনে আবদ্ধ।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সারাংশঃ
- ধনীর যথার্থ পরীক্ষা দানে, যাহার প্রাণ আছে
- দুঃখই মানুষকে বৃহৎ করে, আপন বৃহত্ত্ব সম্বন্ধে
- দেখো আমি চোর বটে
- পরের উপর সম্পূর্ণ ভার দিয়া নিশ্চিত থাকা
What’s your Reaction?
+1
+1
1
+1
1
+1
+1
+1