10 min read
SSC ভূগোল ও পরিবেশ
দ্বাদশ অধ্যায়: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য
১. আধুনিক সভ্যতার বিকাশে কোনটি অপরিহার্য?
(ক) কৃষি ব্যবস্থা
(খ) শিল্প কারখানা
(গ) উন্নত যোগাযোগ ব্যবস্থা
(ঘ) বৈদেশিক সাহায্য
সঠিক উত্তর: (গ) উন্নত যোগাযোগ ব্যবস্থা
ব্যাখ্যা: আধুনিক সভ্যতার বিকাশে উন্নত ও দ্রুত পরিবর্তনশীল যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
২. বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে (স্থলপথ, জলপথ, আকাশপথ)
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (খ) তিন ভাগে (স্থলপথ, জলপথ, আকাশপথ)
ব্যাখ্যা: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়—স্থলপথ, জলপথ ও আকাশপথ।
৩. বাংলাদেশের স্থলপথের প্রধান মাধ্যম কোনটি?
(ক) রেলপথ
(খ) সড়কপথ
(গ) রজ্জুপথ
(ঘ) পাইপলাইন
সঠিক উত্তর: (খ) সড়কপথ
ব্যাখ্যা: সড়কপথ বাংলাদেশের স্থল যোগাযোগের প্রধান মাধ্যম।
৪. বাংলাদেশের জাতীয় মহাসড়ক কোনটি?
(ক) জেলা শহর সংযোগকারী সড়ক
(খ) থানা বা উপজেলা সংযোগকারী সড়ক
(গ) রাজধানী থেকে বিভাগীয় শহর, জেলা শহর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সংযোগকারী সড়ক
(ঘ) গ্রামের কাঁচা রাস্তা
সঠিক উত্তর: (গ) রাজধানী থেকে বিভাগীয় শহর, জেলা শহর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সংযোগকারী সড়ক
ব্যাখ্যা: রাজধানী থেকে বিভাগীয় শহর, জেলা শহর, সমুদ্রবন্দর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রসমূহকে সংযোগকারী প্রশস্ত ও উন্নত সড়ককে জাতীয় মহাসড়ক বলে।
৫. বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
(ক) ঢাকা ও নারায়ণগঞ্জ
(খ) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ
(গ) মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
(ঘ) খুলনা ও বরিশাল
সঠিক উত্তর: (খ) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ
ব্যাখ্যা: বঙ্গবন্ধু সেতু (যমুনা বহুমুখী সেতু) যমুনা নদীর উপর নির্মিত, যা পূর্বাঞ্চলের টাঙ্গাইল জেলা এবং পশ্চিমাঞ্চলের সিরাজগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে।
৬. বাংলাদেশে প্রথম রেলপথ স্থাপিত হয় কত সালে?
(ক) ১৮৫৪ সালে
(খ) ১৮৬২ সালে
(গ) ১৮৮৫ সালে
(ঘ) ১৯০১ সালে
সঠিক উত্তর: (খ) ১৮৬২ সালে
ব্যাখ্যা: ১৮৬২ সালের ১৫ই নভেম্বর দর্শনা (চুয়াডাঙ্গা) থেকে জগতি (কুষ্টিয়া) পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার ব্রডগেজ রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশে রেল যোগাযোগের সূচনা হয়।
৭. বাংলাদেশে কয় ধরনের রেলপথ চালু আছে?
(ক) এক ধরনের
(খ) দুই ধরনের
(গ) তিন ধরনের (ব্রডগেজ, মিটারগেজ, ডুয়েলগেজ)
(ঘ) চার ধরনের
সঠিক উত্তর: (গ) তিন ধরনের (ব্রডগেজ, মিটারগেজ, ডুয়েলগেজ)
ব্যাখ্যা: বাংলাদেশে তিন ধরনের রেলপথ চালু আছে—ব্রডগেজ, মিটারগেজ এবং ডুয়েলগেজ।
৮. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোনটি?
(ক) মোংলা বন্দর
(খ) পায়রা বন্দর
(গ) চট্টগ্রাম বন্দর
(ঘ) টেকনাফ বন্দর
সঠিক উত্তর: (গ) চট্টগ্রাম বন্দর
ব্যাখ্যা: চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান এবং সর্ববৃহৎ সমুদ্রবন্দর।
৯. মোংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
(ক) কর্ণফুলী
(খ) পশুর
(গ) মেঘনা
(ঘ) রূপসা
সঠিক উত্তর: (খ) পশুর
ব্যাখ্যা: মোংলা সমুদ্রবন্দর বাগেরহাট জেলায় পশুর নদীর তীরে অবস্থিত।
১০. পায়রা সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত?
(ক) চট্টগ্রাম
(খ) খুলনা
(গ) পটুয়াখালী
(ঘ) বরিশাল
সঠিক উত্তর: (গ) পটুয়াখালী
ব্যাখ্যা: পায়রা সমুদ্রবন্দর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
১১. বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) কত সালে গঠিত হয়?
(ক) ১৯৫৮ সালে
(খ) ১৯৬২ সালে
(গ) ১৯৭১ সালে
(ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর: (ক) ১৯৫৮ সালে
ব্যাখ্যা: অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ১৯৫৮ সালে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) গঠিত হয়।
১২. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (গ) তিনটি
ব্যাখ্যা: বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা), শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম) এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (সিলেট)।
১৩. টেলিফোন ও টেলিগ্রাফ কোন ধরনের যোগাযোগের মাধ্যম?
(ক) গণমাধ্যম
(খ) ডাক যোগাযোগ
(গ) তার ও টেলিযোগাযোগ
(ঘ) স্যাটেলাইট যোগাযোগ
সঠিক উত্তর: (গ) তার ও টেলিযোগাযোগ
ব্যাখ্যা: টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, ইন্টারনেট ইত্যাদি তার ও টেলিযোগাযোগ ব্যবস্থার অন্তর্ভুক্ত।
১৪. বাংলাদেশ ডাক বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীন?
(ক) তথ্য মন্ত্রণালয়
(খ) যোগাযোগ মন্ত্রণালয়
(গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(ঘ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ঘ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
ব্যাখ্যা: বাংলাদেশ ডাক বিভাগ বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি সেবাধর্মী সরকারি সংস্থা।
১৫. ‘ই-মেইল’ কোন ধরনের যোগাযোগ ব্যবস্থার অংশ?
(ক) ডাক যোগাযোগ
(খ) গণমাধ্যম
(গ) ইন্টারনেটভিত্তিক যোগাযোগ
(ঘ) টেলিফোন যোগাযোগ
সঠিক উত্তর: (গ) ইন্টারনেটভিত্তিক যোগাযোগ
ব্যাখ্যা: ই-মেইল (ইলেকট্রনিক মেইল) ইন্টারনেটভিত্তিক একটি দ্রুত ও জনপ্রিয় যোগাযোগ মাধ্যম।
১৬. বাণিজ্য কাকে বলে?
(ক) শুধুমাত্র পণ্য উৎপাদন
(খ) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলি
(গ) এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন
(ঘ) পণ্যের বিজ্ঞাপন ও প্রচার
সঠিক উত্তর: (খ) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলি
ব্যাখ্যা: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা ইত্যাদি আনুষঙ্গিক কার্যাবলির সমষ্টিকে বাণিজ্য বলে।
১৭. বাণিজ্যকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক)
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
স ट्रिक উত্তর: (ক) দুই ভাগে (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক)
ব্যাখ্যা: বাণিজ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়—অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য।
১৮. দেশের অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়কে কী বলে?
(ক) আন্তর্জাতিক বাণিজ্য
(খ) বৈদেশিক বাণিজ্য
(গ) অভ্যন্তরীণ বাণিজ্য
(ঘ) বহুমাত্রিক বাণিজ্য
সঠিক উত্তর: (গ) অভ্যন্তরীণ বাণিজ্য
ব্যাখ্যা: একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম ক্রয়-বিক্রয় হয়, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
১৯. এক দেশের সাথে অন্য দেশের পণ্যদ্রব্য ও সেবাকর্মের আদান-প্রদানকে কী বলে?
(ক) অভ্যন্তরীণ বাণিজ্য
(খ) আঞ্চলিক বাণিজ্য
(গ) আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য
(ঘ) স্থানীয় বাণিজ্য
সঠিক উত্তর: (গ) আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য
ব্যাখ্যা: যখন দুটি বা তার বেশি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মধ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্মের আদান-প্রদান বা ক্রয়-বিক্রয় হয়, তখন তাকে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে।
২০. আন্তর্জাতিক বাণিজ্য কয় প্রকার?
(ক) এক প্রকার
(খ) দুই প্রকার (আমদানি ও রপ্তানি)
(গ) তিন প্রকার
(ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (খ) দুই প্রকার (আমদানি ও রপ্তানি)
ব্যাখ্যা: আন্তর্জাতিক বাণিজ্য প্রধানত দুই প্রকার—আমদানি বাণিজ্য ও রপ্তানি বাণিজ্য।
২১. বিদেশ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে আনাকে কী বলে?
(ক) রপ্তানি
(খ) পুনঃরপ্তানি
(গ) আমদানি
(ঘ) শুল্কায়ন
সঠিক উত্তর: (গ) আমদানি
ব্যাখ্যা: কোনো দেশ যখন অন্য দেশ থেকে পণ্যদ্রব্য বা সেবাকর্ম ক্রয় করে নিজ দেশে নিয়ে আসে, তখন তাকে আমদানি বাণিজ্য বলে।
২২. নিজ দেশ থেকে পণ্যদ্রব্য বিদেশে বিক্রয় করাকে কী বলে?
(ক) আমদানি
(খ) শুল্ক ফাঁকি
(গ) রপ্তানি
(ঘ) অভ্যন্তরীণ বিক্রয়
সঠিক উত্তর: (গ) রপ্তানি
ব্যাখ্যা: কোনো দেশ যখন নিজ দেশে উৎপাদিত বা সংগৃহীত পণ্যদ্রব্য বা সেবাকর্ম অন্য দেশের কাছে বিক্রয় করে, তখন তাকে রপ্তানি বাণিজ্য বলে।
২৩. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
(ক) পাট ও পাটজাত দ্রব্য
(খ) চা
(গ) তৈরি পোশাক
(ঘ) হিমায়িত খাদ্য
সঠিক উত্তর: (গ) তৈরি পোশাক
ব্যাখ্যা: বর্তমানে তৈরি পোশাক বাংলাদেশের প্রধান এবং সর্ববৃহৎ রপ্তানি পণ্য, যা মোট রপ্তানি আয়ের সিংহভাগ জোগান দেয়।
২৪. বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কোনটি?
(ক) তৈরি পোশাক
(খ) পাট
(গ) পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল
(ঘ) চা
সঠিক উত্তর: (গ) পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল
ব্যাখ্যা: বাংলাদেশের প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে খনিজ তেল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, ভোজ্য তেল, তুলা, ঔষধ ইত্যাদি।
২৫. বাণিজ্য ঘাটতি বলতে কী বোঝায়?
(ক) রপ্তানি আয় আমদানি ব্যয়ের চেয়ে বেশি হওয়া
(খ) আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি হওয়া
(গ) আমদানি ও রপ্তানি সমান হওয়া
(ঘ) বাণিজ্য উদ্বৃত্ত থাকা
সঠিক উত্তর: (খ) আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি হওয়া
ব্যাখ্যা: যখন কোনো দেশের মোট আমদানি ব্যয়ের পরিমাণ মোট রপ্তানি আয়ের চেয়ে বেশি হয়, তখন যে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়, তাকে বাণিজ্য ঘাটতি বলে।
২৬. ‘EPZ’ -এর পূর্ণরূপ কী?
(ক) Export Processing Zone
(খ) Economic Promotion Zone
(গ) Export Promotion Bureau
(ঘ) Economic Planning Zone
সঠিক উত্তর: (ক) Export Processing Zone
ব্যাখ্যা: EPZ -এর পূর্ণরূপ হলো Export Processing Zone (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা)।
২৭. বাংলাদেশের প্রথম EPZ কোনটি?
(ক) ঢাকা EPZ (সাভার)
(খ) চট্টগ্রাম EPZ
(গ) কুমিল্লা EPZ
(ঘ) ঈশ্বরদী EPZ
সঠিক উত্তর: (খ) চট্টগ্রাম EPZ
ব্যাখ্যা: চট্টগ্রাম EPZ হলো বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, যা ১৯৮৩ সালে স্থাপিত হয়।
২৮. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৮ সালে (GATT হিসেবে)
(খ) ১৯৯০ সালে
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ২০০০ সালে
সঠিক উত্তর: (গ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা: বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization – WTO) ১৯৯৫ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়, যা পূর্বে GATT (General Agreement on Tariffs and Trade) নামে পরিচিত ছিল।
২৯. কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ ও প্রসারে কাজ করে?
(ক) জাতিসংঘ (UN)
(খ) বিশ্ব ব্যাংক (World Bank)
(গ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
(ঘ) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
সঠিক উত্তর: (ঘ) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
ব্যাখ্যা: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য উদারীকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন প্রতিষ্ঠা ও প্রসারে কাজ করে।
৩০. সাফটা (SAFTA) কোন অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি?
(ক) দক্ষিণ-পূর্ব এশিয়া (ASEAN)
(খ) দক্ষিণ এশিয়া (SAARC)
(গ) ইউরোপীয় ইউনিয়ন (EU)
(ঘ) উত্তর আমেরিকা (NAFTA)
সঠিক উত্তর: (খ) দক্ষিণ এশিয়া (SAARC)
ব্যাখ্যা: সাফটা (South Asian Free Trade Area – SAFTA) হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) ভুক্ত দেশগুলোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি।