
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
পদক্রমজনিত ভুল
বাক্যের পদক্রম সম্পর্কে জ্ঞান না থাকলে ভাষার শুদ্ধতা রক্ষা হয় না। পদক্রমজনিত ভুলের মধ্যে আছে বিশেষ্য ও বিশেষণ পদের ধারাবাহিকাত। শুদ্ধ প্রয়োগের সময় অবশ্যই বিশেষণ বিশেষ্যের আগে বসাতে হবে। যেমন :
অশুদ্ধ : লোকটি বাজার থেকে খাঁটি গরুর দুধ কিনল।
শুদ্ধ: লোকটি বাজার থেকে গুরুর খাঁটি দুধ কিনল।
শব্দের মাধ্যমে ভাষার প্রয়োগজনিত ভুল
শব্দের প্রয়োগ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে সাধারণত এই ভুলটি হয়। দুটি বস্তু বা দুজন ব্যক্তির তুলনায় বিশেষণের ব্যবহার, কর্তা অনুসারে সংযোজক অব্যয়, সর্বনামের ধারাবাহিকতা, প্রত্যয়ঘটিত ব্যবহারসহ নানা বিষয়য়ে সচেতন থাকলে এই ভুলের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেমন:
অশুদ্ধ : রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠতম।
শুদ্ধ : রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠ।
অশুদ্ধ : আপনি সদাসর্বদা জনগণের মঙ্গল চেয়েছেন।
শুদ্ধ : আপনি সর্বদা/সব সময় জনগণের মঙ্গল চেয়েছেন।
অশুদ্ধ : তার দৈন্যতা চোখে পড়ার মতো
শুদ্ধ : তার দীনতা চোখে পড়ার মতো।
- SSC পরিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি অনুচ্ছেদ
- এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ
- ক্যাশ সরকার, অফিস সহায়ক ও অন্যান্য পদে নিয়োগ – ২০১৪
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মচারী নিয়োগ পরীক্ষা – ২০১৩
- উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ পরিক্ষা ২০১৪
- সহকারী প্রকৌশলী (পুর) নিয়োগ পরিক্ষা – ২০১৬