বায়ান্নর দিনগুলো – MCQ [PDF Download & Quiz]

হ্যালো শিক্ষার্থী বন্ধু! শিরোনাম দেখে বুঝতেই পারছো এই পোষ্টে আমরা আলোচনা করবো একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র থেকে শেখ মুজিবুর রহমান রচিত ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধের MCQ বা নৈব্যত্তিক প্রশ্ন-উত্তর নিয়ে। ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধে ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বর্ণিত হয়েছে। নিচে ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ বা নৈব্যত্তিক প্রশ্ন ও তাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করা হলো, ভবিষ্যতে আরও প্রশ্ন-উত্তর যুক্ত করা হবে। চলো শুরু করা যাক…

একাডেমিক প্রশ্ন

Table of Contents

বায়ান্নর দিনগুলো – MCQ

শেখ মুজিবুর রহমান


০১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ কোনটি?

ক) ১৭ই মার্চ, ১৯২০
খ) ১৭ই এপ্রিল, ১৯২০
গ) ১৭ই মার্চ, ১৯২১
ঘ) ১৭ই এপ্রিল, ১৯২১

০২. কার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

ক) মাওলানা ভাসানী
খ) মহিউদ্দিন আহমদ
গ) খয়রাত হোসেন
ঘ) শেখ মুজিবুর রহমান

০৩. বঙ্গাবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন?

ক) ১৯৭১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে

০৪. ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’।- কার বয়স?

ক) রেহেনার
খ) কামালের
গ) হাচুর
ঘ) রাসেলের

০৫. ফরিদপুর কারাগারের সামনে শোভাযাত্রীরা হর্ন দিয়ে স্লোগান দিচ্ছিল কেন?

ক) বন্দিদের শোনানোর জন্য
খ) বন্দিদের সহানুভূতির জন্য
গ) বন্দিদের ক্ষিপ্ত করার জন্য
ঘ) বন্দিদের জাগ্রত করার জন্য

০৬. ১৯৫২ খ্রিষ্টাব্দে ভাষাকে রক্ষার জন্য বাঙ্গালীরা ঝাপিয়ে পড়ার কার্প কী?

ক) দেশপ্রেম
খ) উন্মাদনা
খ) ধর্মীয় প্রেম
ঘ) হুজুগ

০৭. শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করলে একজন মানুষ কী হবে বলে তুমি মনে করো?

ক) সত্যিকারের রাজা
খ) সত্যিকারের দেশদ্রহী
গ) সত্যিকারের আলবদর
ঘ) সত্যিকারের দেশপ্রেমিক

০৮. “বায়ান্নর দিনগুলো” রচনায় কারা নিচে খেলছিল?

ক) হাচু ও কামাল
খ) হাচু ও রেহানা
গ) হাচু ও জামাল
ঘ) কামাল ও রেহানা

০৯. শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে কয়টি চিঠি লিখেছিলেন?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১টি

১০. রহস্যময় নিদ্রাযাপন শেষে দীর্ঘদিন পর বাড়ি ফিরলে রিপভ্যান উইংকলকে তার মেয়ে চিনতে পারে না। তার এ অবস্থাটি “বায়ান্নর দিনগুলো” রচনার কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) মহিউদ্দিন আহমদ
গ) মওলানা ভাসানী
ঘ) মোহাম্মদ আবুল হোসেন

১১. আওয়ামী-লীগ কোন সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

ক) ১৯৬৯
খ) ১৯৭০
গ) ১৯৭১.
ঘ) ১৯৭২

১২. দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়ায় বঙ্গবন্ধু চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

ক) বিজ্ঞান মনস্কতা
খ) দেশপ্রেম
গ) মানবতাবোধ
ঘ) স্বাধিকার চেতনা

১৩. ‘প্রকোষ্ঠ’ শব্দটির অর্থ কি?

ক) দরজা
খ) কুঠুরি
গ) পুস্তক বিশেষ
ঘ) রোগ বিশেষ

১৪. ‘রেডিওগ্রাম’ শব্দের অর্থ কী?

ক) ক্ষুদে বার্তা
খ) তথ্য আদান-প্রদান ব্যবস্থা
গ) বেতার বার্তা
ঘ) বেতার সম্প্রচার

১৫. বঙ্গবন্ধু কত সালে আত্মজীবনী লেখা শুরু করেন?

ক) ১৯৬৫ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৫২ সালে

১৬. ‘অসমান্ত আত্মজীবনী” গ্রন্থে প্রকাশ পেয়েছে-

i. বঙ্গবন্ধুর আপসহীনতা
ii. বঙ্গবন্ধুর নির্ভীকতা
iii. বঙ্গবন্ধুর বিচিত্র অভিজ্ঞতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৭. শেখ মুজিবুর রহমান ছিলেন একজন-

i. ছাত্রনেতা
ii. প্রাজ্ঞ রাজনীতিবিদ
iii. আদর্শবান পুরুষ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও।

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ স্বরূপ মিছিল মিটিং করে বিভিন্ন জায়গায়। ছাত্রদের মিছিলে পুলিশ গুলি বর্ষণ করলে নূরুল হক নামে একজন ছাত্র শহিদ হন।

১৮. উদ্দীপকে পুলিশের আচরণ ‘বায়ান্নর দিনগুলো’ রচনার পুলিশের কোন আচরণকে নির্দেশ করে?

ক) ছাত্রদের উপর হস্তক্ষেপ
খ) ছাত্রদের লাঠিচার্জ
গ) অতর্কিত গুলিবর্ষণ
ঘ) কাদানো গ্যাস প্রয়োগ

১৯. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় নিচের কোন ঘটনার মাধ্যমে লেখক ফুটিয়ে তুলেছেন?

ক) ভাষা আন্দোলন
খ) স্বৈরাচারী শাসন
গ) দেশ বিভাগ
ঘ) মুক্তিযুদ্ধ


এই অধ্যায় গুলোও গুরুত্বপূর্ণঃ

Views: 141 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

2 thoughts on “বায়ান্নর দিনগুলো – MCQ [PDF Download & Quiz]”

  1. অনেক হ্যাল্পফুল থ্যাংকস। ১৯৭২ সালে জুলি কুড়ি পদক পান কিন্তু উপরোক্ত উত্তরে ভুল দেয়া হয়েছে।

Leave a Reply

Scroll to Top