বিদ্যালয়ের বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।
১০ জুলাই, ২০২২ ইং
প্রধান শিক্ষক
কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া
বিষয় : কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন।
জনাব,
সম্প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক বিতর্ক প্রতিযােগিতা সম্পর্কে যে প্রতিবেদন চাওয়া হয়েছে তা নিম্নে পেশ করা হলাে-
বিগত ৫ জুলাই, ২০২১ থেকে বিদ্যালয়ের মিলনায়তনে যে বিতর্ক প্রতিযােগিতা শুরু হয়েছিল তা শেষ হয়েছে ৭ জুলাই, ২০২১। এবারের বিতর্কের বিষয় ছিল ‘ধনের চেয়ে জ্ঞান বড়’। এ প্রস্তাবের ওপর প্রথমে বিভিন্ন শ্রেণির বিভিন্ন শাখায় বিতর্কের কর্মসূচি নেয়া হয়। একই শ্রেণির দুটি দলের মধ্যে একই বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। দু-দলের বিজয়ী দলকে পরবর্তী পর্যায়ে অন্য শ্রেণির বিজয়ী দলের সাথে প্রতিযােগিতায় অংশগ্রহণ করতে হয়। এভাবে চূড়ান্ত পর্যায়ে দুটি দলকে প্রতিযােগিতায় নামতে হয়। এবারের চূড়ান্ত প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়েছে নবম শ্রেণির ক শাখার সাথে দশম শ্রেণির খ শাখার মধ্যে। প্রতিযােগিতায় প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে নবম শ্রেণির ক শাখা বিজয় অর্জন করেছে।
প্রতিযােগিতা অনুষ্ঠানের সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত থেকে প্রতিযােগীদের উৎসাহিত করেছেন। এই প্রতিযােগিতা সকলের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে এবং সুশৃঙ্খল আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। তাই এর নিয়মিত চর্চা হওয়া প্রয়ােজন।
সহিদুল ইসলাম
প্রতিবেদক
আরও কয়েকটি প্রতিবেদনঃ
- এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা কর
- সরকারি পৃষ্ঠপােষকতায় বই বিতরণের একটি সংবাদ প্রতিবেদন রচনা কর
- রােহিঙ্গা উদ্বাস্তু সমস্যা নিয়ে একটি প্রতিবেদন লেখ
- পানীয় জলে আর্সেনিক সমস্যার উপর একটি প্রতিবেদন রচনা কর