বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই
বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা নিতান্ত আবশ্যক, তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না। আহারাদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। তেমনি একটা শিক্ষা পুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলি পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণশক্তি, চিন্তা বেশ সহজ স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পায়।
সারাংশ:
আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। শিক্ষার সাথে আনন্দ না থাকলে সে শিক্ষা হৃদয়ে স্থান লাভ করে না। এ ধরনের শিক্ষা দিয়ে কোন রকমে কাজ চললেও মানবিক বিকাশ সাধিত হয় না। তাই শিক্ষাকে আনন্দের অনুষঙ্গ করতে হবে।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সারাংশঃ
- মানুষের জীবনে ভাষার স্থান যে কত বড়
- মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী
- বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে সন্দেহ নাই
- বর্তমান বিশ্বসাহিত্যের দিকে একটু ভালো করে দেখলে
What’s your Reaction?
+1
56
+1
22
+1
10
+1
12
+1
7
+1
8