বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্র

বিনা বেতনে অধ্যয়নের জন্য তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

অথবা, বিনা বেতনে অধ্যয়নের অনুমতি চেয়ে সুখী নীলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।

প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালই আছ। পরীক্ষায় কম পরিশ্রমে বেশি নম্বর পেতে আবেদন পত্র বেশ কাজে দেয়। এখন আমরা যে আবেদন পত্রটি পড়বো এটি খুব কমন ও সহজ। চলো আর দেরি না করে পড়তে শুরু করি – বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

একাডেমিক প্রশ্ন

১০.০১.২০২১
প্রধান শিক্ষক,
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়
গােপালপুর, টাঙ্গাইল

বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

মহােদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণি থেকে দ্বিতীয় স্থান অধিকার করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন। আমরা তিন ভাই-বােন লেখাপড়া করছি। আমার বাবা যে বেতন পান তার সঙ্গে গৃহ-শিক্ষকতার অর্থ মিলিয়ে কোনাে রকমে আমাদের সংসার চলে। এমতাবস্থায় আমাদের বইপত্র কেনাসহ পড়ালেখার খরচ চালানাে অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিনা বেতনে পড়ালেখার সুযােগ না পেলে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে।

অতএব, আমার উপযুক্ত অসুবিধার কথা বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের অনুমতি দানে বাধিত করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।

বিনীত-
আপনার একান্ত অনুগত ছাত্র
সুমন হাসান
দশম শ্রেণি, রােল নং-২


উপরের আবেদন পত্রটি কেমন লেগেছে? কমেন্ট করে জানাতে পারো অথবা, চলো বিনা বেতনে অধ্যন বিষয়ক আরও একটি আবেদন পর পড়ে দেখি…

একাডেমিক প্রশ্ন

বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদন পত্র লিখ

প্রধান শিক্ষক,
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়
গােপালপুর, টাঙ্গাইল

বিষয়ঃ বিনা বেতনে অধ্যায়নের জন্য আবেদন।

জনাব,

যথা বিহিত বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জসিম উদ্দিন আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং আমাদের পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি। তিনি গত একমাস যাবৎ শারীরিক অসুস্থতার কারনে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমতাবস্থায় আমার মায়ের পক্ষে আমাদের সংসার খরচ, বাবার চিকিৎসা সহ আমাদের লেখাপড়ার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন- আমার সার্বিক বিষয় বিবেচনা করে আমকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ দান করে আমার পড়াশুনা চালিয়ে যাবার সুযোগ দানে বাধিত করবেন।

আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ জসিম উদ্দিন
নবম শ্রেণি, রােল নং-২

Views: 150 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top