সারাংশ: বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি

বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে


বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেশটি থাকবে, তাহাতে কোনোই সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলোপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরও পাঁচ জন মানুষের মতো দু-এক পা হাঁটিতে দিলেই প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না।

সারাংশ:

বাঁচার মতো বাঁচতে হলে কোনো কুসংস্কারকে হৃদয়ে স্থান দেওয়া যাবে না। স্বাধীন চিন্তার বিকাশ ঘটিয়ে প্রত্যেককে কর্মে প্রবৃত্ত হতে হবে।

আরও কয়েকটি সারাংশঃ

Views: 61 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top