You are currently viewing মহাজাগতিক কিউরেটর: HSC বাংলা ১ম পত্র MCQ
মহাজাগতিক কিউরেটর

মহাজাগতিক কিউরেটর: HSC বাংলা ১ম পত্র MCQ

মহাজাগতিক কিউরেটর

মুহম্মদ জাফর ইকবাল

মুহম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস কোথায়?

ক) যশোর
খ) কুমিল্লা
গ) গাজীপুর
ঘ) নেত্রকোনা

সৌরজগতের তৃতীয় গ্রহ কোনটি?

ক) চন্দ্র
খ) সূর্য
গ) পৃথিবী
ঘ) মঙ্গাল

‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটি কোন গ্রহকে কেন্দ্র করে লেখা?

ক) বুধ
খ) বৃহস্পতি
গ)নেপচুন
ঘ)পৃথিবী

গৃহপালিত প্রাণী হওয়ায় গরুর স্বাধীন কোনো স্বকীয়তা নেই। “গরুর সাথে ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের কার মিল রয়েছে?

ক) কুকুরের
খ) হরিণের
গ) সাপের
ঘ) বাঘের

মহাজাগতিক কিউরেটরদের মতে, কোন প্রাণীটি একা একা থাকতে পছন্দ করে?

ক) হাতি
খ) ঘোড়া
গ) বাঘ
ঘ) সিংহ

‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে কোন প্রাণীটি তাদের নিজস্বতা হারিয়েছে?

ক) সরীসৃপ
খ) কুকুর
গ) হরিণ
ঘ) মানুষ

প্রথম কিউরেটর খাঁটি প্রাণী হিসেবে কোনটির সমর্থন করেছিলেন?

ক) পিঁপড়াকে
খ) হরিণকে
গ) বাঘকে
ঘ) শিয়ালকে

এদের কেউ সৈনিক, কেউ শ্রমিক ‘মহাজাগতিক কিউরেটর’ রচনায় কাদের কথা বলা হয়েছে?

ক) পিঁপড়া
খ) হরিণ
গ) মানুষ
ঘ) বাঘ

‘মহাজাগতিক কিউরেটর’ রচনায় মানুষের চেয়ে পিপড়াকে গুরুত্ব দেওয়ার কারণ কী?

ক) পরিশ্রমী হওয়ায়
খ) চেতনাশীল হওয়ায়
গ) সুবিবেচক হওয়ায়
ঘ) গতিশীল হওয়ায়

‘বিপদে দিশেহারা হয় না, অন্যকে বাচানোর জন্য অকাতরে প্রাণ দেয় এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে কাদের বৈশিষ্ট্যের সাথে তুলনীয়?

ক) পিঁপড়ার
খ) মানুষের
গ) গাধার
ঘ) কুকুরের

কিউরেটরদের মতে, পৃথিবীর সবচেয়ে চমৎকার প্রাণী কোনটি?

ক) বাঘ
খ) হরিণ
গ) পিঁপড়া
ঘ) হাতি

কিউরেটরদের বর্ণনা থেকে পৃথিবীর কোন প্রাণীর পেশাগত বৈচিত্রর ধারণা পাওয়া যায়?

ক) তিমি
খ) মানুষ
গ) হাতি
ঘ) সাপ

কিউরেটর বলতে কোনটি বোঝানো হয়েছে?

ক) সুপারম্যান
খ) জাদুঘর রক্ষক
গ) সর্বশ্রেষ্ঠ
ঘ) সমন্বয়কারী

‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে মানুষকে শ্রেষ্ঠ প্রাণীর স্বীকৃতি না দেওয়ার কারণ –

i. অলসতা
ii. নির্বুদ্ধিতা
iii. বিবেকবোধহীনতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

Views: 2 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply